HomeSports Newsরবসন অনুশীলন শুরুর দিনেই ধাক্কা খেল বাগান ব্রিগেড!

রবসন অনুশীলন শুরুর দিনেই ধাক্কা খেল বাগান ব্রিগেড!

- Advertisement -

ঘরোয়া লিগে বড় ধাক্কা খেল মোহনবাগান (Mohun Bagan SG)। ডুরান্ড কাপের মাঝপথে কলকাতা লিগে (CFL 2025) দল নামাতে না পারার খেসারত দিতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। মঙ্গলবার সুরুচি সংঘ (Suruchi Sangha) ও কাস্টমসের (Calcutta Customs Club) জয়ের পর নিশ্চিত হয়ে গেল, চলতি মরসুমে লিগের প্রিমিয়ার ডিভিশনের ‘গ্রুপ এ’ থেকে সুপার সিক্সে উঠতে পারছে না মোহনবাগান। ফলে শতবর্ষের লিগ প্রতিযোগিতায় শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে গেল আইএসএল চ্যাম্পিয়নরা।

সবুজ-মেরুনে সাম্বার সুর, প্রথম দিন রবসনের মুখে কলকাতা বিরিয়ানি থেকে ‘ভালো আসেন?’

   

এই মুহূর্তে ১০ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ১৭ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তারা রয়েছে পঞ্চম স্থানে। একটি ম্যাচ বাকি থাকলেও, সুপার সিক্সে যাওয়ার জন্য প্রথম তিনে থাকা আবশ্যক। মঙ্গলবার কাস্টমস ২-১ ব্যবধানে কালীঘাট এসএলকে হারায় এবং সুরুচি সংঘ ৩-০ গোলে পরাজিত করে জর্জ টেলিগ্রাফকে। এই দুই ম্যাচের ফলাফলে স্পষ্ট হয়ে যায়, ১১ ম্যাচ শেষে সুরুচি সংঘ এবং কাস্টমসের ঝুলিতে ২২ পয়েন্ট করে রয়েছে, যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল (২৩ পয়েন্ট)।

মোহনবাগানের এখনও মেসারার্সের বিরুদ্ধে একটি ম্যাচ বাকি রয়েছে, যা ১৩ অগস্ট স্থগিত হয়ে গিয়েছিল। ওই ম্যাচে মাঠে নামেনি সবুজ-মেরুন শিবির। কারণ, সেই সময় চলছিল ডুরান্ড কাপ এবং মোহনবাগানের ১৬ জন ফুটবলার ডুরান্ড দলে নথিভুক্ত ছিলেন। ক্লাবের তরফে জানানো হয়েছিল, একইসঙ্গে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব নয়। ক্লাব অনুরোধ করেছিল ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু আইএফএ সেই অনুরোধ মানেনি।

পরবর্তীতে নির্ধারিত সূচি অনুযায়ী নৈহাটিতে ম্যাচ আয়োজন করা হয়। মেসারার্স মাঠে নামলেও, মোহনবাগান টিম লিস্ট জমা দেয়নি। ফলে ম্যাচ স্থগিত হয়ে যায় এবং বিষয়টি আইএফএ-র লিগ কমিটির হাতে পাঠানো হয়। এখনও সেই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ম্যাচ ফের আয়োজন করা হবে নাকি মেসারার্সকে ওয়াকওভার দেওয়া হবে, তা অনিশ্চিত।

ISL অচলাবস্থা কাটাতে ফেডারেশনকে বড় নির্দেশে সুপ্রিম কোর্টের

তবে এই পরিস্থিতিতে মেসারার্স ম্যাচে যদি মোহনবাগান জয়ীও হয়, তবুও ১১ ম্যাচ শেষে তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ২০। ফলে সুরুচি, কাস্টমস বা ইস্টবেঙ্গলের উপরে ওঠা আর কোনওভাবেই সম্ভব নয়। পুলিশ এসিও রয়েছে মোহনবাগানের উপরে, যাদের সংগ্রহ ২১ পয়েন্ট।

এই পারফরম্যান্স নিয়ে হতাশ মোহনবাগান সমর্থকরা। লিগ সূচির অব্যবস্থাপনা, একাধিক প্রতিযোগিতা একসঙ্গে চালানো ও ক্লাব কর্তৃপক্ষের কৌশল নিয়েও প্রশ্ন উঠছে। আইএসএল জয়ী দলের এমন বিদায় অনেকের কাছেই অপ্রত্যাশিত। তবুও আইএফএ’র চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

Mohun Bagan SG out of CFL 2025 Super Six hopes end after Suruchi Sangha and Calcutta Customs Club victories

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular