Jose Molina: হাবাসের রেকর্ড চাপে ফেলতে পারে মোলিনাকে

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য একের পর এক বড় খবর। শনিবার সন্ধ্যায় ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার কলকাতায় পা রাখলেন…

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য একের পর এক বড় খবর। শনিবার সন্ধ্যায় ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার কলকাতায় পা রাখলেন দলের হেড কোচ হোসে মোলিনা (Jose Molina)।

   

East Bengal FC: আরও এক তরুণ বাঙালি উঠে আসতে পারেন ইস্টবেঙ্গলের সিনিয়র দলে?

রবিবার শহরে চলে এসেছেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মোলিনা। দলের নতুন হেডস্যারের জন্য বিমানবন্দরের গেটের বাইরে অপেক্ষা করেছিলেন মোহনবাগানের সমর্থকরা। মোলিনা এয়ারপোর্টের বাইরে আসার পর তাঁর গলায় পরিয়ে দেওয়া হয় উত্তরীয়, দেওয়া হয় ফুলের স্তবক।

কলকাতায় কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে হোসে মোলিনার। এটিকে দলের কোচ হিসেবে কাজ করেছিলেন। ওই একবারই ভারতীয় ক্লাবকে কোচিং করিয়েছিলেন। একবার কোচিং করিয়েই ইন্ডিয়ান সুপার লিগ জিতেছিলেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। এক সময় স্পেনের জাতীয় দলের সঙ্গেও যুক্ত ছিলেন।

ফুটবলের প্রতি কলকাতায় মানুষের আবেগ মোলিনা চাক্ষুস করেছেন। সেবার ছিলেন এটিকে দলের দায়িত্বে, এবার মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ। চাপ যে ভালই থাকবে সেটা স্প্যানিশ কোচ নিশ্চই আঁচ করতে পারছেন। খাতায় কলমে এবারেও মোহনবাগানের দল বেশ শক্তিশালী। নামকরা বিদেশি ফুটবলারদের ইতিমধ্যে স্কোয়াডে নিশ্চিত করেছেন সবুজ মেরুন ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান সুপার লিগ, এসিএল-এ দল ভাল পারফর্ম করবে, আশা করছেন মোহনবাগানের সমর্থকরা।

East Bengal FC: ইংল্যান্ড কাঁপাতে চলেছেন ইস্টবেঙ্গলের ৬ বাঙালি

লোপেজ হাবাসের জায়গায় বাগানের কোচ হয়েছেন মোলিনা। ভারতে হাবাস অন্যতম সফল কোচ। মোলিনার প্রোফাইল যতই ভাল হোক, ভারতে এসে হাবাসের জুতোয় পা গোলানো মোলিনার জন্য সুখকর না-ও হতে পারে। গত মরসুমের মাঝামাঝি সময়ে সবুজ মেরুন দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লোপেজ হাবাস। তারপর বদলে গিয়েছিল দলের পারফরম্যান্স। ক্লাবে এসেছিল সুপার কাপ। হোসে মোলিনার কাছ থেকেও ট্রফি জয়ের আশা রাখছেন মোহনবাগান সমর্থকরা।