বেশ কয়েক দিন অপেক্ষা করার পর অবশেষে বড় ঘোষণা করল মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। বৃহস্পতিবার বেলার দিকে ঘোষণা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। নিশ্চই খুশি হবেন ক্লাবের আপামর সমর্থকরা।
বেশ কয়েক দিন দল নতুন মরসুমের জন্য নতুন জার্সি উন্মোচন করেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। নতুন সই করানো ফুটবলার এবং মোহন বাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে মাঝখানে রেখে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছিল জার্সি। নতুন জার্সি দেখে অনেকের ঠিক পছন্দ হচ্ছিল না প্রথম দিকে। আবার অনেকের জার্সি পছন্দ হয়ে গিয়েছিল প্রথম দর্শনের পরেই। মোহনবাগান সমর্থকদের কারো মতে, জোসে রামিরেস ব্যারেটোর সময়কার রেট্রো জার্সির ছোঁয়া রয়েছে ২০২৩ সালের এই সবুজ মেরুন জার্সিতে।
মোহনবাগান ক্লাবের মাঠে সমস্ত জল্পনার অবসান হয়েছিল। একবাক্যে সবাই মেনে নিয়েছিলেন, সেরা হয়েছে জার্সি। আসলে সবুজ মেরুনের সঙ্গে দুদিকে সাদা স্ট্রাইপ যত সমস্যার কারণ হয়ে উঠেছিল। মোহন বাগান সুপার জায়ান্টের নতুন সই করা ফুটবলাররা যখন সেই জার্সি পরে মাঠে নেমেছিলেন তখন সত্যি আরও খুলেছিল জার্সির রঙ। বৃষ্টি ভেজা ময়দানে জেসন কামিংস, আর্মান্দ সাদিকু, অনিরুদ্ধ থাপারা নতুন জার্সি পরে এসেছিলেন গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে।
UPDATE: The new jersey is now available on SALE at our club tent!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/mXZDRc5RsS
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 10, 2023
সবুজ মেরুন ভক্তদের প্রশ্ন ছিল, নতুন এই জার্সি কবে থেকে হাতে পাওয়া যাবে। মানে বিক্রি শুরু হবে কবে থেকে। ক্লাবের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, অফিসিয়ালি শুরু হয়ে গিয়েছে জার্সি বিক্রি করার কাজ। মোহনবাগান ক্লাব টেন্ট থেকেই জার্সি সংগ্রহ করতে পারবেন সমর্থকরা।