দুর্দান্ত দল বানাচ্ছে এটিকে মোহন বাগান (Mohun Bagan SG)। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আগেই জানিয়ে দিয়েছেন যে ভালো দল গড়াই হল আসল কাজ, পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই। মুখের কথা কাজে করে দেখাচ্ছেন তিনি। এশিয়ান প্রতিযোগিতায় দল নামানোর আগে সবুজ মেরুন শিবিরে হয়েছে একের পর এক নামীদামী সই। সেই সঙ্গে শোনা যাচ্ছে, সিনিয়র দলের পাশাপাশি যুব দলের জন্য জোর কদমে কাজ চালাচ্ছে মোহনবাগান।
মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কাদের। বড় বাজেটের দল গড়লেও এটিকে মোহন বাগানের সেই অর্থে ছিল না কোনো যুব দল । এই পরিস্থিতি বদল করতেও মরীয়া ম্যানেজমেন্ট। গত মরসুম থেকে জোর কদমে শুরু হয়েছিল ভবিষ্যতের দল গড়ার উদ্যোগ। সিনিয়র দলের হেড কোচ হুয়ান ফেরান্দকে সামনে রেখে সল্টলেকের মাঠে হয়েছিল শিবির। সেখানে এক ঝাঁক উঠতি প্রতিভা দিয়ে গিয়েছিলেন ট্রায়াল।
বাগানের সম্পূর্ণ স্কোয়াডের দিকে তাকালে বোঝা যায় এই দল কতটা শক্তিশালী। রিলায়েন্স আয়োজিত যুব লীগে দল নামিয়েছিল এটিকে মোহন বাগান। সেখানে খেতাব জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা। নেক্সট জেন কাপে যুব দলের বিরুদ্ধে যোগ্য লড়াই দিয়েছিল বাগান। সবুজ মেরুন সিনিয়র দলে তরুণ ফুটবলারদের মাঝে মধ্যে খেলিয়ে নেন হুয়ান। যার ফলে উচ্চ পর্যায়ের ফুটবল সম্পর্কে ধারণা গড়ে উড়ছে বাগানের ছোটদের।
সম্প্রতি শোনা গিয়েছে Guite Vanlalpeka নামের এক তরুণ ফুটবলারকে দলে নিতে আগ্রহী মোহন বাগান সুপার জায়ান্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুইতে মিজোরামের ফুটবলার। জন্ম ২০০৬ সালে। আইজল এফসির যুব দলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মাঠে নেমে নিজের প্রতিভার ঝলক ইতিমধ্যে দেখিয়েছেন মাঝমাঠের এই ভারতীয় ফুটবলার।