জেমির চোট প্রসঙ্গে উঠতেই কড়া জবাব দিলেন মলিনা

জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) কেন্দ্র করে আপাতত একটাই প্রসঙ্গ। তাঁর চোট সমস্যা। জেমির চোটের বর্তমান পরিস্থিতি কেমন সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের…

Jose Francisco Molina joined Mohun Bagan

জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) কেন্দ্র করে আপাতত একটাই প্রসঙ্গ। তাঁর চোট সমস্যা। জেমির চোটের বর্তমান পরিস্থিতি কেমন সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) হেড কোচ হোসে মলিনার কাছে। মলিনা উত্তর দিলেন বেশ কড়া মেজাজের সঙ্গে।

১ রানে ৬ উইকেট! বোলিং কাকে বলে দেখিয়ে দিলেন ২ ভারতীয়

   

বুধবার ছিল ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন মরশুম উপলক্ষে মিডিয়া ডে। রাজারহাটের এক পাঁচতারা হোটেলে বসেছিল চাঁদের হাট। টুর্নামেন্টে অংশ নিতে চলা ১৩টি দলের মধ্যে ৭টি দলের প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলনে বসেছিলেন। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড কোচ হোসে মলিনা, স্কোয়াডের চার তারকা ফুটবলার- দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, আশিক কুরুনিয়ন ও সুহেল ভাট।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত সব ক্লাবের প্রতিনিধিকেই প্রশ্ন করা হয়েছিল। আসন্ন মরশুমে প্রথমবারের জন্য ইন্ডিয়ান সুপার সুপার লিগ খেলতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তাই তাদের ঘিরে আগ্রহ ছিল একটু বেশি। মোহনবাগান কোচের কাছে প্রশ্ন এসেছিল কিছুটা পরে।

হোসে মোলিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জেমি ম্যাকলারেনের চোট ঠিক কতটা গুরুতর? জবাবে মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ বলেন, ‘আমি ডাক্তার নাকি? ডাক্তারকে এ ব্যাপারে প্রশ্ন করুন।’

রেকর্ড ২১টা মেডেল! ভারতের এই সচিনকেও চিনে রাখুন

জেমি ম্যাকলারেনকে দীর্ঘ মেয়াদের চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। মেলবোর্ন সিটি এফসির কিংবদন্তি ফুটবলার তিনি, অস্ট্রেলিয়ার ক্লাবটির হয়ে করেছেন প্রচুর গোল। স্বভাবতই তাঁকে নিয়ে মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বেশি। কিন্তু সবুজ মেরুন জার্সি পরে এখনও মাঠেই নামেননি জেমি ম্যাকলারেন। ভারতে আসার পর ঘাড়ের সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন।