জল্পনার অবসান, মোলিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন বাগানের

Mohun Bagan SG's Coach José Francisco Molina

হোসে মোলিনাকে এবার বিদায় জানাল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন। অবশেষে আজ কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইট থেকে এই স্প্যানিশ বসের সঙ্গে চুক্তিভঙ্গ করার কথা জানিয়ে দিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে বাগানের এই প্রাক্তন কোচের ছবি আপলোড করে ধন্যবাদ জানানোর পাশাপাশি আরও লেখা হয়েছে, ‘মোহনবাগান সুপার জায়ান্ট হোসে মোলিনার সাথে চুক্তিটি পারস্পরিকভাবে বাতিল করেছে। আমরা তার ভবিষ্যৎ যাত্রায় সাফল্য কামনা করি।’

বছর কয়েক আগেই আন্তোনিও লোপেজ হাবাসের পরিবর্তে এ কোচকে এনেছিল সবুজ-মেরুন। উল্লেখ্য, ভারতীয় ফুটবল সার্কিটে একেবারেই নতুন নন হোসে মোলিনা‌। পূর্বে অ্যাথলেটিকো দি কলকাতার হয়েও কোচিং করিয়ে গিয়েছিলেন তিনি। সেবারও খেতাব জিতেছিল আমাদের কলকাতা। স্বাভাবিকভাবেই সেই সময় কোচ হিসেবে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিল হোসে মোলিনা। যারফলে স্পেনের জাতীয় ফুটবল সংস্থার সঙ্গে যুক্ত থাকা এই ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছিল ময়দানের এই প্রধান। খুব একটা নিরাশ ও করেননি তিনি। জেমি ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস এবং আলবার্তো রদ্রিগেজের মতো ফুটবলারদের নিয়ে গতবার সাফল্যের চরম শিখরে পৌঁছেছিল মোহনবাগান।

   

সেবার ডুরান্ড কাপের ফাইনালে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হতে হলেও দেশের প্রথম ডিভিশন লিগে একেবারে রাজত্ব করেছিল মোলিনার ছেলেরা। টুর্নামেন্টের লিগশিল্ড জয় করার পাশাপাশি শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে লিগ কাপ ও এসেছিল ঘরে। এই ধারাবাহিকতা বজায় রেখে নয়া মরসুম শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছিল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। তারপর দল ঐতিহাসিক আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলেও সেটা নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না সমর্থকরা। আসলে আন্তর্জাতিক মঞ্চে ইরানের দলের বিরুদ্ধে খেলতে না যাওয়া নিয়ে ব্যাপক পরিস্থিতি রাখা দিয়েছিল দলের অন্দরে।

তারপর গোঁদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছিল সুপার কাপের। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি যে মোহনবাগানের দায়িত্বে থাকবেন না‌ সেই ইঙ্গিত মিলে ছিল আগেই। অবশেষে আজ নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেও মোহনবাগান। এবার নতুন কোচ সার্জিও লোবেরাকে নিয়ে ব্যাপক প্রত্যাশা সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন