Sunday, December 7, 2025
HomeSports NewsJamie Maclaren: ডুরান্ড ফাইনালে খেলবেন জেমি? জানুন আপডেট

Jamie Maclaren: ডুরান্ড ফাইনালে খেলবেন জেমি? জানুন আপডেট

- Advertisement -

কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলতে পারেননি। চলতি ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ফাইনাল ম্যাচে কি খেলবেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)? তিনি নিজে সম্প্রতি একটি আপডেট দিয়েছেন।

   

Jamie Maclaren: ঘাড়ের কাছে ব্যান্ডেজ, জেমি নিজেই দিলেন আপডেট

জেমি কেমন আছেন, ডুরান্ড কাপে খেলতে পারবেন কি না সে ব্যাপারে মোহনবাগান সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে ছবি সমেত আপডেট দিয়েছেন জেমি। স্টোরিতে তিনি কী দিয়েছেন?

লেটেস্ট একটি ছবি স্টোরিতে দিয়েছেন তারকা স্ট্রাইকার। ঘাড়ের কাছে রয়েছে ব্যান্ডেজ। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আপনার সবার মেসেজের জন্য ধন্যবাদ। আমি ভাল আছি। সেপ্টেম্বরে মাসে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ ও এসিএল-এর দিকে ১০০% ফোকাস থাকবে আমার।’

জেমি তাঁর পোস্টে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কথা বলেছেন। ডুরান্ড কাপের কথা তাঁর স্টোরিতে উল্রেখ করা নেই। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন তাঁর ফোকাসে এখন থাকছেন এই দু’টি টুর্নামেন্ট।

জেমিকে ছাড়াই চলতি ডুরান্ড কাপে অভিযান চালাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ছাড়া ম্যাচ জিততে অবশ্য সমস্যা হয়নি বাগানের। গোল করার ক্ষেত্রে এখনও পর্যন্ত সমস্যার মুখে পড়তে হয়নি দলকে। বরং রক্ষণভাগের সমস্যা ভুগিয়েছে সবুজ মেরুন ব্রিগেডের হেড কোচ হোসে মলিনাকে। জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট মরশুমের শুরু থেকে দলকে নির্ভরতা যোগাচ্ছেন। দিমিত্রি পেত্রাতসও ইতিমধ্যে মাঠে নেমেছেন।

এক সময় খেলেছিলেন সৌরভ-দ্রাবিড়ের সঙ্গে, তারপর উধাও! এখন কী করছেন জ্ঞানেন্দ্র?

আপাতত যা পরিস্থিতি তাতে জেমির মাঠে নামতে এখনও কিছুটা সময় লাগতে পারে। চোট সরিয়ে মাঠে ফেরা তারপর ম্যাচের জন্য ফিটনেস অর্জন করা। ম্যাচে জেমিকে দেখার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular