কেরালা ম্যাচের আগে ফুটবলারদের টানা ছুটি মোলিনার

গত বেঙ্গালুরু ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করার পর জামশেদপুর এফসির পাশাপাশি ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির বিপক্ষে আটকে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। যা নিঃসন্দেহে চিন্তার ফেলেছিল সকলকে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি মোহনবাগানের। হোম ম্যাচে তাঁরা পরাজিত করে বেঙ্গালুরু এফসিকে। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সকলের কাছে। তারপর সেই ধারা বজায় রেখেই পরবর্তী ডার্বি জয়‌।

   

মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পর এখন ও রয়ে গিয়েছে সেই জয়ের ধারা। কলকাতা ময়দানের তৃতীয় প্রধানের পর গত হোম ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মেরিনার্সরা। সম্পূর্ণ সময় শেষে‌ তিন গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় জোসে মোলিনার ছেলেরা। যারফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের আর ও অনেকটাই কাছে চলে গিয়েছে মোহনবাগান। আর কয়েকটি পয়েন্ট পেলেই গতবারের মতো এবার ও নিশ্চিত হয়ে যাবে এই খেতাব। যেদিকে নজর রয়েছে আপামর বাগান জনতার।

সূচি অনুযায়ী আগামী ১৫ই ফেব্রুয়ারি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। যেখানে তাঁদের লড়াই করতে হবে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে খেলতে নামবে জেমি ম্যাকলারেনরা। তাঁর আগে হাতে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে বাগান ব্রিগেডের। পাঞ্জাব বধের পর এখনই রিকভারি সেকশন শুরু করছেন না সবুজ-মেরুন কোচ। বরং এই সময় ফুটবলারদের নিজেদের মতো করে কিছুটা সময় কাটানোর সুযোগ দিয়েছেন মোলিনা।

সেই অনুযায়ী প্রায় চারদিন খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। তারপরেই কেরালা বধের প্রস্তুতি শুরু করবে বাগান শিবির। সেক্ষেত্রে গ্ৰেগ স্টুয়ার্টের‌ বিকল্প হিসেবে দিমিত্রি পেত্রাতোসকে প্রথম থেকেই মাঠে রাখার কথা ভাবতে পারেন স্প্যানিশ কোচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন