Mohun Bagan SG: ১৫ সেকেন্ডের চ্যালেঞ্জে হেরে গেল অভিষেক

Mohun Bagan SG

ফুরফুরে মেজাজে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) ফুটবলাররা। সেমিফাইনালে নামার আগে হাতে এখনও কিছুটা সময় রয়েছে। অনুশীলনেও একটু ঢিলে দিয়েছিলেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। এরই মধ্যে বাগানের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১৫ সেকেন্ডের একটি চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন তিন ফুটবলার।

বলা হচ্ছিল শিল্ড জয়ের পর অনুশীলন থেকে ছুটি দিয়েছেন লোপেজ হাবাস। ছুটি বলতে প্রচলিত অর্থে যেমনটা বোঝা হয় এই ছুটি তেমন ছিল না। হালকা অনুশীলনের মধ্যে খেলোয়াড়দের থাকতে হয়েছে। সেই সঙ্গে মেজাজ চাঙ্গা রাখার জন্য মজার কিছু টাস্ক। ১৫ সেকেন্ডের চ্যালেঞ্জে দেখানো হয়েছে ওই সময়ের মধ্যে কোন ফুটবলার পায়ে কতবার বল নাচাতে পারেন। যে ফুটবলার পনেরো সেকেন্ডের মধ্যে সবথেকে বেশি বল নাচিয়েছেন তিনিই এই চ্যালেঞ্জের সেরা।

   

পনেরো সেকেন্ডের এই চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন অভিষেক সূর্যবংশী, মনভীর সিং এবং জনি কাউকো। অভিষেক এই মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে বেশ নজর কেড়েছেন। হাবাসের ভরসা আদায় করে সিনিয়র দলের খেলার সুযোগ পেয়েছেন বেশ কিছু ম্যাচে। তবে এই চ্যালেঞ্জ জিততে পারেননি তিনি। দলের দুই সতীর্থ ওই সময়ের মধ্যে তাঁর থেকে বেশিবার পায়ে বল নাচিয়েছেন।

১৫ সেকেন্ড চ্যালেঞ্জের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। পনেরো সেকেন্ডে অভিষেক ৩৭ বার বল নাচিয়েছেন পায়ে। এরপর মনভীর সিং একই সময়ের মধ্যে ৪০ বার এই কাজ করে দেখিয়েছেন। এই দু’জনের থেকেও এগিয়ে জনি কাউকো। ১৫ সেকেন্ডে ৪৪ বার বল পায়ে নাচিয়েছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন