Mohun Bagan: ২ বিদেশির সঙ্গে আলোচনায় মোলিনা

ডুরান্ড কাপের সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আগামী মঙ্গলবার (২৭ অগস্ট) ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ। তার আগে…

Three key Mohun Bagan players standing confidently on a football field

ডুরান্ড কাপের সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আগামী মঙ্গলবার (২৭ অগস্ট) ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ। তার আগে দলের ভুলভ্রান্তি শুধরে নিতে চাইছেন হোসে মলিনা।

   

মাঠে ফেরার পথে বাগানের ২ ফুটবলার

জামশেদপুর থেকে ফিরেই ফুটবলারদের অনুশীলন করিয়েছেন হোসে মলিনা। রিকভারি সেশনের ওপর জোর দিয়েছিলেন। তারপর মিনিট কুড়ি অনুশীলন। ফুটবলারদের ফিটনেস ধরে রাখার ব্যাপারে জোর দিচ্ছেন অভিজ্ঞ স্প্যানিশ প্রশিক্ষক। সেই সঙ্গে ডিফেন্স নিয়েও মাথা ঘামাতে হচ্ছে তাঁকে।

পঞ্জাব এফসির জালে মোহনবাগান সুপার জায়ান্ট যেমন তিনবার বল জড়িয়েছিল, তেমনই মোহনবাগানকেও তিন গোল দিয়েছিল পঞ্জাব এফসি। গোল দেয় যেমন ইতিবাচক বিষয়, গোল হজম করা কোচের চিন্তা বৃদ্ধি করার জন্য যথেষ্ট। হোসে মলিনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মনভির সিং, জেসন কামিন্সরা যখন গোল দিয়েছেন তখন মলিনার মুখে ছিল চওড়া হাসি। আবার জোড়া বিদেশি ডিফেন্ডার মাঠে থাকার পরেও তিন গোল হজম, সেমিফাইনালে একই ভুল আর করতে চাইছেন না মোহনবাগান সুপার জায়ান্টের হেড স্যার।

Mohun Bagan SG: সেমিফাইনালে জেমি ম্যাকলারেন? সম্ভাবনা কতটা জানুন

অনুশীলনের ফাঁকে দলের দুই বিদেশি ডিফেন্ডারের সঙ্গে কথা বলেছেন হোসে মলিনা। টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ দু’জনের সঙ্গেই তিনি কথা বলেছেন। সেমিফাইনালে বাগানের বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু এফসি। খাতায় কলমে পঞ্জাব এফসির থেকে বেঙ্গালুরু এফসি এগিয়ে। মোহনবাগান ফুটবলারদের মতো সুনীল ছেত্রীরাও ডুরান্ড কাপ জিতে মরশুম শুরু করতে চাইছেন। বাগানের বিরুদ্ধে হেভিওয়েট দল নিয়ে মাঠে নামতে পারে বেঙ্গালুরু এফসি। তার আগে রক্ষণভাগের ফাঁকফোকর বোজাতে ব্যস্ত হোসে মলিনা।