Mohun Bagan SG Coach: রক্ষণ দুর্বলতা ঢাকতে নয়া কৌশল মলিনার

    মোহনবাগানের রক্ষণভাগের খেলা এখনও জমেনি। টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজদের মাঠে নামিয়েও ডিফেন্সের ফাঁকফোকর ঢাকতে পারেননি মোহনবাগান সুপার জায়ান্টের কোচ (Mohun Bagan SG Coach )…

short-samachar

   

মোহনবাগানের রক্ষণভাগের খেলা এখনও জমেনি। টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজদের মাঠে নামিয়েও ডিফেন্সের ফাঁকফোকর ঢাকতে পারেননি মোহনবাগান সুপার জায়ান্টের কোচ (Mohun Bagan SG Coach ) হোসে মলিনা। তার ওপর শুভাশিস বসুর চোট। ডুরান্ড কাপ ফাইনাল ম্যাচে আপাতত তিনি অনিশ্চিত। এই পরিস্থিতিতে রক্ষণের দুর্বলতা ঢাকার জন্য মাঝমাঠে জোর দিতে পারেন স্প্যানিশ কোচ।