Mohun Bagan SG: সাদিকুর পারফরম্যান্স সম্পর্কে খোলাখুলি মন্তব্য ফেরান্দোর

Armando Sadiku

আপাতত কয়েক দিন বন্ধ থাকবে ইন্ডিয়ান সুপার লীগ। বন্ধ হওয়ার আগে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট। কোচ হুয়ান ফেরান্দো (Mohun Bagan SG Coach Juan Ferrando) খুশি হলেও আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন না। বরং দলের কিছু ভুল ত্রুটির কথা জানিয়েছেন সরাসরি।

ইন্ডিয়ান সুপার লীগের অফিসিয়াল ওয়েন সাইটে প্রকাশ করা হয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট কোচের কিছু মন্তব্য। নিজের দলের পারফরম্যান্স সম্পর্কে স্প্যানিশ কোচের মত, “অনুশীলন, ম্যাচ সবেতেই ছেলেরা যথেষ্ট ভাল কাজ করছে। তবু বলব আমাদের আরও উন্নতি করতে হবে। অনেক সুযোগ নষ্ট করেছি। আজ প্রথমার্ধে আমাদের একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে। ওঠা-নামার ক্ষেত্রেও সমস্যা ছিল। এক্ষেত্রে আমি পুরোপুরি খুশি নই ঠিকই।”

   

কথায় কথায় উঠে এসেছিল আলবানিয়ার জাতীয় দলের হয়ে খেলা ফরোয়ার্ড সাদিকুর প্রসঙ্গ। নিজের মতো করে চেষ্টা করলেও এই বিদেশির পায়ে গোল খরা। সাদিকু গোল না পেলেও অখুশি নন বাগান কোচ। বরং তাঁর মতে, দলের প্রত্যেক নিজের কাজ করছেন যথাযথভাবে।

কোচের কথায়, “সাদিকু গোল করতে পারছে না ঠিকই। কিন্তু ও খুব ভাল খেলছে। ও প্রতিপক্ষকে চাপে রাখছে। দিমি, সহাল যখন আক্রমণে উঠছে, তখন ওদের জায়গা তৈরিতে সাহায্য করছে… সবাইকে যে গোল করতেই হবে, তার কোনও মানে নেই। আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল কে নিজের ভূমিকা কতটা ভাল ভাবে পালন করছে। এখন হয়তো গোল পাচ্ছে না ও। কিন্তু দু’সপ্তাহ পরে হয়তো পাবে। তবে আমি ওর পারফরম্যান্সে খুশি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন