এই ৩ কারণে পয়েন্ট হাতছাড়া? মলিনা ব্যাখ্যা করলেন কারণ

    এগিয়ে থেকেও পুরো পয়েন্ট হাতছাড়া। মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে ২-২ ব্যবধানে ম্যাচ ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ম্যাচ…

Jose Molina Mohun Bagan SG

short-samachar

   

এগিয়ে থেকেও পুরো পয়েন্ট হাতছাড়া। মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে ২-২ ব্যবধানে ম্যাচ ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে পয়েন্ট হারানোর কারণ ব্যাখ্যা করেছেন বাগানের হেড কোচ হোসে মোলিনা (Jose Molina)।

গ্রেগ বুঝিয়ে দিলেন মোহনবাগানের ভুলটা কোথায়

ডুরান্ড কাপে ভালো শুরু করার পরেও ট্রফি হাতছাড়া করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমের প্রথম ম্যাচেও পয়েন্ট হাতছাড়া করেছে দল। বিরতির আগে পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পর ঘরের যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শেষ হয়েছে ২-২ স্কোরলাইনে। কোথায় ভুল করছে মোহনবাগান?

ম্যাচের পর বাগানের অভিজ্ঞ স্প্যানিশ কোচ জানিয়েছেন, ‘মুম্বই সিটি এফসি আমাদের থেকে এগিয়ে ছিল. কারণ ওদের প্রাক মরশুম প্রস্তুতি আমাদের তুলনায় অনেকটা ভাল হয়েছে। আমরা পূর্ণ শক্তির দল নিয়ে ডুরান্ড কাপে অংশ নিয়েছিলাম। মুম্বই সিটি এফসি সেটা করেনি।’

শুক্রবারের ম্যাচে পয়েন্ট হাতছাড়া করার পিছনে আরও একাধিক কারণ তুলে ধরেছেন মলিনা। তাঁর যুক্তি, ‘মুম্বই সিটি এফসি গতবারের কোচকে কাজে বহাল রেখেছে। আমি এবারেই দায়িত্ব গ্রহণ করেছি। নতুন কোচের অধীনে ফুটবলারদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। এটাই প্রসেস। এই প্রসেসের সময় ভুল ত্রুটি হয়েই থাকে।’

অবশেষে মিটল রানের খরা! ম্যাচ জিততে ‘তিলকেই’ আস্থা আগরওয়ালের

পয়েন্ট হাতছাড়ার কারণ হিসেবে আরও একটা কারণ তুলে ধরেছেন মোহনবাগান সুপার জায়ান্টের অভিজ্ঞ কোচ জোসে মলিনা। তাঁর মতে, ‘মুম্বইয়ের কাছে বলের [পজিশন বেশি ছিল। তবুও তারা আমাদের খুব একটা বিপাকে ফেলতে পারছিল না। প্রতিপক্ষকে গোল করার মতো খুব একটা সুযোগ আমরা দিইনি। দু’টি ক্ষেত্রে আমরা ভুল করেছিলাম, সেই ভুল থেকেই মুম্বই সিটি এফসি গোল করেছে।’