মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই যুবভারতী ক্রীড়াঙ্গনের সবুজ গালিচায় শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) নতুন আন্তর্জাতিক যাত্রা। ২০২৫-২৬ মরসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (AFC Champions League Two) গ্রুপ সি’র প্রথম ম্যাচে, ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সবুজ-মেরুন বাহিনী মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফকের (Ahal FK) বিরুদ্ধে। ঘরের মাঠে মরসুমের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে বাগান সমর্থকদের মধ্যে।
Sandesh Jhingan Returns: গোয়ার জার্সিতে চনমনে মেজাজে সন্দেশ, নেটমাধ্যমে বিশেষ পোস্ট
গত মরসুমে আইএসএল কাপ ও লিগ শিল্ড জিতে ভারতের সেরা ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করেছিল মোহনবাগান। সেই সাফল্যের জোরেই সরাসরি ACL 2 গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। এবার লক্ষ্য, দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।
মোলিনার লক্ষ্য, এশিয়ার সেরা হওয়া
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ কোচ হোসে মোলিনার (Jose Molina) গলায় ছিল আত্মবিশ্বাসী। তিনি বললেন, “আমরা প্রমাণ করতে চাই যে শুধুমাত্র ভারতে আমরা ভাল দল নয়। এশিয়াতেও লড়াই করার জন্য তৈরি। আহাল এফকে শক্তিশালী দল, তবে আমরাও প্রস্তুত। দলের খেলোয়াড়দের নিয়ে আমি ভীষণ আশাবাদী।” তবে কিছুটা হলেও চিন্তা রয়েছেন মনবীর সিংকে নিয়ে। চোটের কারণে আহাল ম্যাচে অনিশ্চিত এই ভারতীয় ফরোয়ার্ড। তাঁর অনুপস্থিতি আক্রমণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।
India Squad: নজর কেড়েছেন ক্লাবে, এবার জাতীয় শিবিরে ডাক পেলেন এই চার ফুটবলার
শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে মোহনবাগান
মোহনবাগানের স্কোয়াডের দিকে তাকালে পরিষ্কার, এ মরসুমে তারা কোনোরকম খামতি রাখতে চায় না। আক্রমণভাগে রয়েছেন দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসোরা। মাঝমাঠে অনিরুদ্ধ থাপা, অপুইয়া, দীপক টাংরি, নতুন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। রক্ষণভাগে মেহতাব সিং, শুভাশীষ বোসের মতো অভিজ্ঞতা, আর গোলপোস্টে আছেন নির্ভরযোগ্য বিশাল কাইথ।
নতুন সদস্য রবসন যদিও মাত্র কয়েকদিন আগে দলে যোগ দিয়েছেন, তবে প্রস্তুতি ম্যাচেই তিনি নিজের জাত চেনান। মোলিনা জানিয়েছেন, “রবসন সহ সব নতুন প্লেয়ারই দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।”
প্রতিপক্ষ আহাল এফকে, অভিজ্ঞতার বড় পরীক্ষা
তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফকে কিন্তু হালকা প্রতিপক্ষ নয়। যদিও এই ক্লাবে কোনও বিদেশি ফুটবলার নেই, তবুও দেশীয় প্রতিভায় গড়ে ওঠা দলটি তাদের লিগে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছে। নিয়মিত ম্যাচ খেলার মধ্যে রয়েছে তারা যা এই মুহূর্তে মোহনবাগানের জন্য কিছুটা উদ্বেগের কারণ।
Jerry Lalrinzuala: জয়কে বিদায় জানিয়ে এবার জেরিকে দলে টানল এফসি গোয়া
ডার্বিতে হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর ACL২ প্রস্তুতি শুরু করে মোহনবাগান। কিন্তু প্রস্তুতির ফাঁকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি তারা। কেবলমাত্র এফসি গোয়ার বিরুদ্ধে একটি প্র্যাকটিস ম্যাচেই নিজেদের ঝালিয়ে নিয়েছে বাগান ব্রিগেড। এ বিষয়ে মোলিনা বলেন, “প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলা কিছুটা সমস্যার হতে পারে। তবে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ছয় সপ্তাহের টানা ট্রেনিং খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে তৈরি করেছে।”
সমর্থকদের ভূমিকাও বড় অস্ত্র
ঘরের মাঠে খেলা হওয়ায় এদিন মোহনবাগানের বড় অস্ত্র হতে চলেছেন তাদের দ্বাদশ খেলোয়াড় হিসেবে সমর্থকরা। যুবভারতীর গ্যালারি ভরে উঠবে সবুজ-মেরুনে। সেই উন্মাদনা আর চাপের মধ্যেই নামবেন খেলোয়াড়রা। মোলিনা বলেন, “সমর্থকরা পাশে থাকলে আমাদের লক্ষ্য আরও সহজ হয়ে যায়। খেলোয়াড়রা তাঁদের সামনে খেলতে পেরে উৎসাহ পায়। আশা করি মঙ্গলবার সন্ধ্যায় গ্যালারি আমাদের পাশে থাকবে।”
থাপার প্রত্যাশা ভালো সূচনা
সাংবাদিক সম্মেলনে কোচের পাশে থাকা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাও জানালেন, “ম্যাচটা সহজ হবে না, তবে আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। কোচ কী চান, আমরা তা ভালো করে জানি। আমাদের লক্ষ্য ভালোভাবে টুর্নামেন্ট শুরু করা। সুযোগ পেলে আমি নিজের সেরাটা দেব।” সঙ্গে ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকে সম্প্রতি কাফা নেশনস কাপে ব্রোঞ্জ পদক জেতার জন্য সতীর্থদের শুভেচ্ছাও জানান তিনি।
It’s time to put your thinking caps on and predict in the comments ✍⬇#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/K52kvqgPRg
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 15, 2025
Mohun Bagan SG coach Jose Molina confident over Ahal FK in AFC Champions League Two match