HomeSports NewsMohun Bagan SG: এখনই উৎসব করতে নারাজ হাবাস

Mohun Bagan SG: এখনই উৎসব করতে নারাজ হাবাস

- Advertisement -

সদ্য লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। চল্লিশ ছুঁই ছুঁই গরমেও গঙ্গা পাড়ের তাঁবুতে মনোরম বাতাবরণ। কিন্তু এখনই উৎসব করতে চাইছেন না মোহনবাগান সুপার জায়ান্টের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস।

   

মরসুমের শুরুতে ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর চলতি বছরে প্রথম ট্রফি- লিগ শিল্ড। প্রায় ৬০ হাজার সমর্থকের সামনে খেতাব জিতেছে সবুজ মেরুন ব্রিগেড। আনন্দে আত্মহারা মোহনবাগান সমর্থকরা। দলের ফুটবলার, কোচ, কোচিং স্টাফ প্রত্যেকেই খুশি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছিল, বাক্স-বন্দী শিল্ড তোলা হচ্ছে একটি গাড়িতে। মোহনবাগান টেন্টে ট্রফি এখনও আসেনি। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত জানিয়েছেন, শিল্ড ক্লাবে রাখা হবে। সেলিব্রেশনও হবে, তবে এখনই নয়।

অ্যান্টোনিও লোপেজ হাবাস অভিজ্ঞ, হাইপ্রোফাইল কোচ। তিনি জানেন মরসুম এখনও বাকি। প্লে অফ পর্বেও দলের পারফরম্যান্স ভালো রাখতে হবে। ফুটবলারদের ফোকাস কোনোভাবে যাবে নড়ে না যায় সেটা তিনি নিশ্চিত করতে চাইছেন। তাই এখনই উৎসব করতে নারাজ মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি মরসুমে ট্রেবল করার সুযোগ রয়েছে দলের সামনে। আইএসএল ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে। তার জন্য নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে হবে ফুটবলারদের। এখনই শৃঙ্খল আলগা করতে নারাজ লোপেজ হাবাস।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular