Mohun Bagan SG Coach: অত্যাধিক গরম ভাবাচ্ছে হাবাসকে

সেমিফাইনালের জন্য অনুশীলন শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। লিগ শিল্ড জয় করার পর ফুটবলারদের ওপর থেকে চাপ কিছুটা কমিয়েছিলেন হেড কোচ অ্যান্টোনিও…

Antonio Lopez Habas

সেমিফাইনালের জন্য অনুশীলন শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। লিগ শিল্ড জয় করার পর ফুটবলারদের ওপর থেকে চাপ কিছুটা কমিয়েছিলেন হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। আর কয়েক ঘণ্টা পরেই জানা যাবে সেমিফাইনালে মোহনবাগান খেলবে কোন দলের বিরুদ্ধে। প্রতিপক্ষ নিয়ে ভাবনা তো থাকবেই, সেই সঙ্গে বাগান কোচের চিন্তা বাড়িয়েছে প্রচণ্ড গরম।

রাজ্য জুড়ে ক্রমে বেড়েছে তাপমাত্রার পারদ। কোথাও কোথাও ইতিমধ্যে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। আগামী কয়েক দিন রোদের তেজ কমার কোনও সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই বলে জানানো হয়েছে। এরকম আবহাওয়ায় ফুটবলারদের জন্যও বাড়তি চ্যালেঞ্জ।

গরমে কাবু হয়েছিলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস নিজেও। ঠাণ্ডা গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছিল। গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচে থাকতে পারেননি সাইড লাইনের ধারে। এখন তিনি সুস্থ হয়ে উঠলেও এই আবহাওয়ায় স্কোয়াডের ফুটবলারদের ফিটনেস কীভাবে ধরে রাখা যায় সে ব্যাপারে ভাবতে শুরু করেছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ।

অত্যাধিক গরমে খুব পরিশ্রম করলে চোট আঘাতের সমস্যা দেখা দিতে পারে। সমস্যা দেখা দিতে পারে পেশিতে। তাই ফুটবলারদের পেশির জোর বাড়ানোর দিকে বাড়তি নজর দিতে পারেন মোহনবাগান প্রশিক্ষক। হাবাসের স্ট্রাটেজির অন্যতম হাতিয়ার হল দৌড় ও ফিটনেস। দলের দায়িত্ব নিয়েই ফুটবলারদের ফিট করে তোলার কাজ শুরু করেছিলেন তিনি। দল থেকে প্রায় দূর করেছেন চোট আঘাত সমস্যা।

চলতি মরসুমের শুরু থেকে চোট আঘাত সমস্যায় ধারাবাহিকভাবে ভুগেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যান্টোনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পর এই সমস্যা অনেকটা দূর হয়েছে। সেমিফাইনালে মতো জরুরি ম্যাচের আগে ফিটনেসজনিত কোনও সমস্যা নতুন করে চাইবেন না দিমিত্র পেত্রাতসদের কোচ।