HomeSports Newsডার্বির আগে রহস্য ফাঁস বাগান অধিনায়কের, প্রাক্তন সতীর্থকে দিলেন পরামর্শ

ডার্বির আগে রহস্য ফাঁস বাগান অধিনায়কের, প্রাক্তন সতীর্থকে দিলেন পরামর্শ

- Advertisement -

মরশুমের প্রথম কলকাতা ডার্বি হতে চলেছে শনিবার। ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan SG)। টানা চার ম্যাচ হারা ইস্টবেঙ্গল কি পারবে মোহনবাগানের থেকে পয়েন্ট কাড়তে? না কি মোহনবাগান জয়ের ধারা অক্ষুণ্ণ রাখবে? এই প্রশ্ন যখন উঠছে তখনই ডার্বি জেতার রহস্য ফাঁস করলেন বাগান অধিনায়ক (Mohun Bagan SG Captain) শুভাশীষ বোস (Subhasish Bose)। পাশাপশি প্রাক্তন সতীর্থ তথা লাল-হলুদের ডিফেন্ডার আনোয়ার আলিকে দিলেন পরামর্শ।

বিরাটের ছক্কায় টেস্ট ক্রিকেটের দেড়শো বছরের ‘ইতিহাস’ পাল্টাল ভারত

   

বাংলার ফুটবল প্রেমীদের নজর রয়েছে যুবভারতীর ম্যাচের দিকে। কি হবে সেই ম্যাচের ফলাফল? কারণ গত ম্যাচে মহমেডানকে হারিয়ে তেতে রয়েছে মোহনবাগান। তাই ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলের পয়েন্ট তালিকায় আরও উপরে যেতে মরিয়া তাঁরা। এরমধ্যেই ডার্বির আগে সাংবাদিক বৈঠকে লাল-হলুদ শিবিরের বিরুদ্ধে ম্যাচ জেতার রহস্য ফাঁস করলেন খোদ বাগান অধিনায়ক।

১৪ দিন পর প্রথম ধর্মতলার ধর্ণামঞ্চে হাজির স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিব

শুভাশীষ বোস জানিয়েছেন, “আমার জন্য ডার্বিতে কেউ ফেভারিট হয় না, মোহনবাগান সমর্থকদের জন্য মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য ইস্টবেঙ্গল ফেভারিট। শেষ তিন ম্যাচ না জিতলেও ইস্টবেঙ্গল ডার্বি জেতার জন্য তাঁদের ১০০ শতাংশ দেবে, ম্যাচ জিততে তারাও চাইবে। আমরা আমাদের ১০০শতাংশ দেব যাতে লিগ টেবিলের ওপরে থাকতে পারি। মাঠে ভালো লড়াই হবে, লক্ষ্য থাকবে ম্যাচ জেতার জন্য। আমি চাই আমি যে কটা ডার্বি খেলি কিংবা মোহনবাগান খেলুক ডার্বি জিতবে।”

কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! প্রশ্ন উঠছে বৈঠক শেষে

দলের ফুটবলারদের প্রসঙ্গে শুভাশীষ জানিয়েছেন, ” অন্যরা কি করবে আমি জানি না, সব থেকে গুরুত্বপূর্ণ মাঠের বাইরে যাই হয়ে যাক মাঠে ফোকাস রাখা। বাইরের নয়েস ভুলে গিয়ে মাঠে কি হচ্ছে সেটা নজরে থাকলে ভালো পারফরম্যান্স হবে। আমরা সময় পেয়েছি তাই প্রস্তিত করেছি যতটা সময় পাব সেই সময়টা কাজে লাগাতে হবে। দল যাতে আরও ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারে মাঠে। সেটাকে আমরা কাজে লাগাতে পারব।”

জুনিয়র চিকিৎসকদের অনশন তোলার আর্জি জানিয়ে বিরোধীদের নিশানা কুণালের

এই মরশুমে নিজের খেলার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যখনই দলের দরকার হবে আমি তৈরী আছি গোল করার জন্য। চেষ্টা করি দলকে সাহায্য করার জন্য, চেষ্টা থাকে যে যাতে গোল কম খাই এবং যাতে ম্যাচ জিততে পারি। আর জেতার জন্য যদি গোল করার সুযোগ পাই সেটা চেষ্টা করি। এই বছর দুটো গোল করেছি আশা করছি আগে গিয়ে আরো গোল করতে পারব।”

নিলামে ‘গম্ভীর’ মডেলেই মাত্র এই তিন খেলোয়াড়কে ধরে রাখছে কেকেআর

ইস্টবেঙ্গল সম্পর্কে বাগান অধিনায়ক জানান, ” আমি শুনেছিলাম পিছিয়ে থাকা মোহনবাগান ভয়ঙ্কর। তাই যে পিছিয়ে থাকবে সেই ভয়ঙ্কর থাকবে। যে দল মাঠে ভালো খেলবে, গোল করবে এবং গোল কম খাবে সেই দল জিতবে।” একইসঙ্গে প্রাক্তন সতীর্থ আনোয়ার আলিকে নিয়ে তিনি জানান, “বাইরে সমালোচনায় কান না দিয়ে খেলায় মন দিলে অবশ্যই সাফল্য পাবে আনোয়ার।”

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular