মহামেডানের বিরুদ্ধে ম্যাচ জেতার রহস্য ফাঁস বাগান অধিনায়কের

মোহনবাগান (Mohun Bagan SG) ফিরল ছন্দে। ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এই প্রথম মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)।…

Subhasish Bose মহামেডানের বিরুদ্ধে ম্যাচ জেতার রহস্য ফাঁস বাগান অধিনায়কের

মোহনবাগান (Mohun Bagan SG) ফিরল ছন্দে। ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এই প্রথম মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। শনিবার যুবভারতীতে মিনি ডার্বিতে মহমেডানকে ৩-০ গোলে হারিয়ে পুজোয় সমর্থকদের উপহার দিলেন মোহনবাগান ফুটবলাররা।

   

এদিন ম্যাচে বল দখলের লড়াইয়ের সাদা-কালো ব্রিগেড এগিয়ে থাকলেও, শুরু থেকে শেষ আক্রমণাত্মক ভূমিকায় ছিল বাগান শিবির। সবুজ মেরুনের হয়ে গোল করলেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট এবং অধিনায়ক শুভাশীষ বোস। জয়ের ফলে এক লাফে আইএসএলের পয়েন্ট তালিকায় দশ থেকে চারে উঠে এল মোহনবাগান (Mohun Bagan SG)। মহামেডানের (Mohammedan SC) বিরুদ্ধে ম্যাচ জিতে জয়ের রহস্য ফাঁস করলেন খোদ বাগান অধিনায়ক।

মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক জানান, “লিগ টেবিলের প্রতিটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচ বেঙ্গালুরুর কাছে ৩-০ গোলে হার ধরে বসে থাকলে মহামেডানের বিরুদ্ধে ম্যাচ জিততে পারতাম না। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলা ৯০ মিনিট ভুলে আমরা অনুশীলন করেছিলাম এবং ফলাফল পেয়েছি। এই ম্যাচ জেতার ফলে ড্রেসিং রুমের পরিবেশ বদল হবে এবং দলের মধ্যে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। যা ১৯ অক্টোবর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের আগে এই জয় আমাদের অনেক সাহায্য করবে। একইসঙ্গে পুজোর আগে বাগান সমর্থকদের অনেক খুশি করবে।”

Read More হারলেও পাকিস্তান ম্যাচ জিতে সেমিতে প্রবেশের অঙ্ক কষছেন হরমনপ্রীতরা

শুভাশীষ বোস দলের খেলোয়াড়দের প্রসঙ্গে জানান, ” ঘুরে দাঁড়ানোর জন্য এবং লিগ টেবিলের শীর্ষে আসতে হলে এই ম্যাচ জেতাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। দলের সব খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়েছিল তাই ম্যাচ জিততে পেরেছি। আমরা মহামেডান কিংবা ইষ্টবেঙ্গল যার বিরুদ্ধেই ম্যাচ হোক না কেন নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করি। বেঙ্গালুরু বিরুদ্ধে হারার পর আমারা ভেবেছিলাম, আমরা সব ম্যাচ হারতে পারিনা। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং ম্যাচ জিতে ৩ পয়েন্ট সংগ্রহ করাটা দরকার। বুঝেছিলাম দলের সবাই মাইল একসঙ্গে খেললেই আমরা ম্যাচ জিততে পারব। সেই মতো একসঙ্গে হয়ে পারফরম্যন্স করেছি আমরা।

Read More বাংলাদেশের বিরুদ্ধে নয়া চমক বিসিসিআইয়ের, ফিরছেন এই তিন তারকা

” মহামেডান দুর্বল দোল নয়। তাঁদের আগের তিন ম্যাচ খেলা দেখলে বুঝতে পারবেন কত ভালো দল। একটা ম্যাচ ড্র করেছে ও জিতেছে। ওঁরা আমাদের বিরুদ্ধে ভালো ফুটবল খেলেছে।’ বলে জানানা বাগান কোচ। তিনি এর সঙ্গে যুক্ত করেন “আমার ব্যালেন্স টিম খেলতে পেরেছি তারই ফলাফল পেয়েছি। তাই কোচ যাকে ভালো মনে করবে তাঁকেই খেলাবে। “

Read More খেলা চলাকালীন বিপক্ষের খেলোয়াড়কে কামড়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

শুভাশীষ মহামেডানের বিরুদ্ধে ম্যাচেই আটকে থাকেননি। ১৯ অক্টোবর আসন্ন ডার্বি ম্যাচ প্রসঙ্গে চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলা নিয়েও ব্যাখ্যা দিয়েছে। তিনি জানিয়েছেন, ” ইস্টবেঙ্গল ৬টা ম্যাচ হেরেছে সেটা বিষয় নয় কারণ ডার্বি ম্যাচ আলাদা হয়। তাই সব ম্যাচ হারলেও তাঁরা ডার্বিতে নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে ডার্বি জেতার লক্ষ্যে। যে টিম অনেক গুলি ম্যাচ হেরেছে তাঁরা অবশ্যই চাইবে একটা ম্যাচ জিতে খেলায় ফিরে আসতে।”