Kalinga Super Cup: ৩-১ গোলে ডার্বি জিতল ইস্টবেঙ্গল, প্লেয়ার অফ দ্যা ম্যাচ ক্লেটন সিলভা

হাতে মাত্র আর কিছুটা সময়। তারপরেই কলিঙ্গ সুপার কাপের প্রেস্টিজ ফাইটে নামছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। আজকের এই ম্যাচের পারফরম্যান্স অনুযায়ী টুর্নামেন্টের সেমিফাইনালে স্থান…

হাতে মাত্র আর কিছুটা সময়। তারপরেই কলিঙ্গ সুপার কাপের প্রেস্টিজ ফাইটে নামছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। আজকের এই ম্যাচের পারফরম্যান্স অনুযায়ী টুর্নামেন্টের সেমিফাইনালে স্থান করে নেবে একটি দল। শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি। ম্যাচের সমস্ত LIVE আপডেট পান সরাসরি Kolkata 24×7 ওয়েব পোর্টালে

শুরু হয়ে গেল খেলা।

  • 7:35 PM: শুরু থেকেই আক্রমনের ঝড় ছিল বাগানের। তবে অফসাইডের ফাঁদে পড়তে হল সাদিকুকে।
  • 7:38 PM: ফের আক্রমনে উঠে আসছে বাগান ব্রিগেড। যার সুবাদে কর্নার আদায় করেন দিমিত্রি। কিন্তু কাজে আসলনা তার পরিকল্পনা। অন্যদিকে, প্রতি আক্রমণে ওঠার চেষ্টা লাল-হলুদের। ফ্রি-কিক আদায় করলেও কাজে লাগাতে পারলেননা ক্লেটন।
  • 7:40 PM: গোলের সুবর্ণ সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের। কর্নারের বিনিময় পরিস্থিতি নিয়ন্ত্রণ বাগানের। মাঝ মাঠের দখল রাখাই লক্ষ্য দুই প্রধানের। আবার ও আক্রমন এলেও সুযোগ নষ্ট কিয়ানের।
  • 7:44:49 PM: এবার ঘনঘন আক্রমণ বাগানের। কর্নার আদায় করলেন দিমিত্রি। কিন্তু বিপদ ঘটেনি। আক্রমণে উঠছে ইস্টবেঙ্গল।
  • 7:50:10 PM: ঘনঘন কর্নার আদায় মোহনবাগানের। সেখান থেকেই গোল।
  • 7:50:10 PM: ১-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান।গোল পেলেন হেক্টর ইৎসে।
  • এবার আক্রমণে উঠছে ইস্টবেঙ্গল। কর্নার আদায় করল দল। কিন্তু সুবিধা করতে পারলেন না লাল-হলুদ ফুটবলাররা।
  • 7:55:32 PM: গোলললল। এবার গোল পেলেন ক্লেটন সিলভা। ফলাফল ১-১
  • 7:59:30 PM: বিপদজনক স্থানে ফ্রি-কিক পেল মোহনবাগান। বিপদ মুক্ত হয়ে গেল বল। ফের আক্রমনে উঠছে ইস্টবেঙ্গল ফুটবল দল।
  • 8:03:55 PM: সৌভিক চক্রবর্তীকে ফাউল। হলুদ কার্ড দেখলেন গ্লেন মার্টিনস।
  • 8:06:17 PM গোলের সুবর্ণ সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের। কর্নারের মাধ্যমে পরিস্থিতি সামাল বাগানের। মাঝমাঠে বল দখলের লড়াই অব্যাহত। দিমিত্রি আক্রমনে উঠে আসলেও ফের অফসাইডের কবলে সাদিকু।
  • 8:13:23 PM কর্নার আদায় বুমোসদের। তবে অনবদ্য ডিফেন্স লাল-হলুদ ফুটবলারদের। ফের আক্রমন কিন্তু না, এবার মিস করলেন ক্লেটন সিলভা।ক্রমশ চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল।
  • 8:17:25 PM ফাউলের জের। হলুদ কার্ড দেখলেন বাগান ফুটবলার রাজ বাশফোঁর।
  • 8:19:15 PM প্রথমার্ধের অতিরিক্ত ৩ মিনিট যোগ করলেন রেফারি। ফের আক্রমনের বেগ বাড়াচ্ছে মোহনবাগান।
  • 8:20:01 PM পেনাল্টি আদায় মোহনবাগানের। হলুদ কার্ড দেখলেন লাল-হলুদের দুই ফুটবলার। সিভেরিও ও হিজাজি।
  • 8:22:00 PM পেট্রাতোসের শট। কিন্তু না, আবার ও শট নিতে হবে বাগানকে। আবারও শট। কিন্তু না। গোল এলনা আর। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ১-১ গোল।
  • 8:37:20 PM দ্বিতীয়ার্ধের খেলা শুরু।
  • 8:45:06 PM অনবদ্য শট রাজের। নিজের দক্ষ হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন প্রভসুখান গীল।
  • 8:46:15 PM খেলোয়ার বদল। রাজ বাশফোঁরকে বসিয়ে রবি রানাকে দলে আনলেন মিরান্ডা।
  • 8:52:24 PM মাঠে প্রভাব ফেলার চেষ্টা করছেন রবি রানা। ফাউল। ফের সৌভিক চক্রবর্তীকে ফাউল করলেন গ্লেন মার্টিনস। ফ্রি-কিক ইস্টবেঙ্গলের অনুকূলে। অন্যদিকে, ফের খেলোয়াড় বদল বাগানের। গ্লেন মার্টিনসকে বসিয়ে মাঠে আনা হল জেসন কামিন্সকে।
  • 8:53:58 PM গোলের সুযোগ হাতছাড়া লাল-হলুদের। গোওললললল। ২-১ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। গোল করলেন নন্দকুমার শেখর।
  • 9:01:13 PM ফাউল করলেন হুগো বুমোস। ফ্রি-কিক ইস্টবেঙ্গলের অনুকূলে। কর্নার আদায় বাগানের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন গীল।
  • 9:02:29 PM আক্রমণে ওঠার চেষ্টা হ্যামিলের। কিন্তু হলনা। গোলের সুযোগ নষ্ট দিমিত্রির। পাল্টা আক্রমণে ইস্টবেঙ্গল।
  • 9:08:45 PM কর্নার আদায় বাগানের। কাজে লাগানো সম্ভব হয়নি ফুটবলারদের। পরবর্তীতে বলটিকে বিপদমুক্ত করেন গীল।
  • 9:12:28 PM খেলোয়ার বদল দুই প্রধানের।
  • 9:12:39 PM আক্রমন লাল-হলুদের। গোললললললল। আবারও গোল করলেন ক্লেটন । ফলাফল ৩-১
  • ৩-১ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল।
  • 9:18:20 PM গোলের সহজ সুযোগ নষ্ট বিষ্ণুর। কর্নার আদায় লাল-হলুদের। ফের আক্রমনে ওঠার চেষ্টা মোহনবাগানের।
  • 9:19:19 PM খেলোয়ার বদল লাল-হলুদের। বোরহাকে বসিয়ে অজয় ছেত্রীকে মাঠে আনলেন কুয়াদ্রাত।
  • 9:23:07 PM অতিরিক্ত সময় ৮ মিনিট দিলেন ম্যাচ রেফারি। ফের সুযোগ নষ্ট বিষ্ণুর।
  • 9:25:00 PM কর্নার আদায় বাগানের। কিন্তু সুবিধা করতে পারল না মেরিনার্সরা।
  • 9:28:26 PM ফের খেলোয়াড় বদল ইস্টবেঙ্গলের। নন্দকুমারের বদলে দলে আসলেন সায়ন ব্যানার্জী।
  • 9:30:58 PM রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা শেষ। ৩-১ গোলে এবারের ডার্বি জিতল ইস্টবেঙ্গল। আজকের প্লেয়ার অফ দ্যা ম্যাচ ক্লেটন সিলভা।