Mohun Bagan: এই ইরানি মিডফিল্ডারের দিকে নজর সবুজ-মেরুনের

গতবছর অল্পের জন্য হাতছাড়া হয়েছিল আইএসএলের লিগশিল্ড খেতাব। সেই নিয়ে যথেষ্ট আফশোস ছিল মোহনবাগান (Mohun Bagan) দলের। তাই এই বছর সেই শিল্ড জেতার পাশাপাশি চূড়ান্ত…

Roozbeh Cheshmi

গতবছর অল্পের জন্য হাতছাড়া হয়েছিল আইএসএলের লিগশিল্ড খেতাব। সেই নিয়ে যথেষ্ট আফশোস ছিল মোহনবাগান (Mohun Bagan) দলের। তাই এই বছর সেই শিল্ড জেতার পাশাপাশি চূড়ান্ত সাফল্য ধরে রাখাই একমাত্র লক্ষ্য ছিল তাদের। সেই পরিকল্পনা অনুযায়ী সাজানো হয় গোটা দল।

বেশকিছু বদল ঘটিয়ে দলে আনা হয় অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারদের আনা হয় ফুটবল দলে। প্রথমদিকে খুব একটা প্রভাব দেখা না গেলেও পরবর্তীতে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন দুই ফুটবলার। তাছাড়া অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের উপস্থিতি আরো শক্তিশালী করে তোলে মেরিনার্সদের। বর্তমানে আইএসএলের গোল্ডেন বুটের দৌড়ে টিকে রয়েছেন অজি ফরোয়ার্ড জেসন কামিন্স।

   

আগামী ফুটবল মরশুমে ও তার দলে থাকার সম্ভাবনা যথেষ্ট। তবে তিনি একানন এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে ও আরো শক্তিশালী দল গড়তে বদ্ধপরিকর বাগান ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা। সেক্ষেত্রে একাধিক বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদের দিকে ও নজর রয়েছে ম্যানেজমেন্টের।

যার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি‌ শোনা যাচ্ছে জেমি ম্যাক্লারেনের কথা। যিনি এই ফুটবল সিজনে অস্ট্রেলিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মেলবোর্ন সিটির হয়ে নিজের দায়িত্ব পালন করেছেন।এবার এই বিশ্বকাপারকে শহরে আনতে চাইছে মোহনবাগান সুপারজায়ান্টস। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু। তবে মনে করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে জেমির অবস্থান।

অস্ট্রেলিয়ান ফুটবলারের পাশাপাশি এবার নাকি এক ইরানি মিডফিল্ডারের দিকে ও নজর রাখতে শুরু করেছে মেরিনার্সরা। যার নাম রুজবেশ চেশমি। এই মুহূর্তে এস্তেগলাল এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই তারকা ফুটবলার। বর্তমানে গল্ফ প্রো লিগে মোট ২৪ অ্যাপিয়ারেন্সে একটি মাত্র গোল রয়েছে এই ফুটবলারের। প্রধানত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বিবেচিত হলেও প্রয়োজন মতো সেন্ট্রাল মিডফিল্ড কিংবা সেন্টারব্যাক হিসেবে ও খেলতে পারেন ৩০ বছরের এই ফুটবলার। নতুন সিজনের জন্য তার উপর বাগান ম্যানেজমেন্টের নজর থাকলেও আদৌ তিনি ভারতে আসতে চাইবেন কিনা, তার এখনো পর্যন্ত স্পষ্ট নয়।