Mohun Bagan: সেন্ট্রাল কোস্টের বিদেশী ফুটবলারের দিকে নজর ছিল বাগানের, আসবেন?

গতবারের সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেডের থেকে এবার একাধিক ফুটবলার বদল করেছে সেইমতো পুরোনো দলের থেকে বেশকিছু ফুটবলারদের ছাটাই করে অজি তারকা জেসন কামিন্স থেকে শুরু…

Mohun Bagan: সেন্ট্রাল কোস্টের বিদেশী ফুটবলারের দিকে নজর ছিল বাগানের, আসবেন?

গতবারের সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেডের থেকে এবার একাধিক ফুটবলার বদল করেছে সেইমতো পুরোনো দলের থেকে বেশকিছু ফুটবলারদের ছাটাই করে অজি তারকা জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লীগ খেলা আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারদের দলে টানে কলকাতা ময়দানের এই প্রধান।

আরও পড়ুন:  Mohun Bagan: মোহনবাগান নিয়ে এবার বিষ্ফোরক শিশির ঘোষ, কিন্তু কেন?

   

পাশাপাশি দেশীয় ফুটবলারদের মধ্যে দলে আনা হয় তারকা ডিফেন্ডার আনোয়ার আলী সহ মাঝমাঠের দুই দাপুটে তারকা তথা সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপাকে। পরবর্তীতে তাদের সঙ্গে দলে যুক্ত করা হয় জাপানি তারকা হেক্টর ইউৎসেকে। এমন ঝাঁঝালো দল নিয়েই এবার নিজেদের একাদশ সাজিয়েছে সবুজ-মেরুন। ডুরান্ড কাপ জয় দিয়ে এই মরশুম শুরু হলেও পরবর্তীকালে যেন সময়ের সাথে সাথে ছন্দ হারাতে থাকে ফেরেন্দোর ছেলেরা। গতকাল পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটির কাছে পরাজিত হতে হয়েছে তাদেরকে।

আরও পড়ুন: Mitchell Starc: ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা- কেকেআরের হয়ে স্টার্কের প্রতি ডেলিভারির দাম 

Advertisements

গত ফুটবল সিজনে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে পৌঁছতে সক্ষম হলেও এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। যা দেখে হতবাক হয়েছেন সকলেই। একটা সময় এই দল নিয়ে সকলের মাথা ব্যাথা থাকলেও পরবর্তীতে এক ম্যাচ বাকি থাকতেই নাকি বিদায় নিতে হয়েছে। যা নিয়ে প্রচন্ড হতাশ ম্যানেজমেন্ট। আগের তুলনায় এবার আরও কয়েকগুণ বেশি শক্তিশালী দল নিয়ে এসে ও নাকি প্রথমেই বিদায় নিতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে দলের কোচের ভূমিকা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। তার মধ্যেই গতকাল টুর্নামেন্টের প্রথম পরাজয় এসেছে তাদের। এক্ষেত্রে রেফারির ভূমিকা নিয়ে ও দেখা দিয়েছে ক্ষোভ।

আরও পড়ুন: কমের মধ্যে দেখার মতো দল করেছে CSK, এবারেও হতে পারে IPL ট্রফির দাবিদার 

এবার উইন্টার ট্রান্সফার ইউন্ডোর দিকে নজর রয়েছে বাগানের। উল্লেখ্য, গত কয়েকমাস বিদেশের এক ফুটবল ক্লাবে অনুশীলন করেছেন বাগানের পুরোনো তারকা জনি কাউকো। সব ঠিকঠাক থাকলে আসন্ন জানুয়ারীতে তিনি ফিরতে চলেছেন দলে। তার আগমনে বাগান যে বাড়তি শক্তি পাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার জানা গিয়েছে, জেসন কামিন্সের প্রাক্তন দল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের দাপুটে ফরোয়ার্ড মার্কো তুলিওর দিকে নাকি এবার নজর রেখেছে মোহনবাগান সুপারজায়ান্টস। পূর্বে উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় ও এই তারকার সঙ্গে কথাবার্তা শুরু করেছিল ক্লাব। কিন্তু ট্রান্সফার ফি সহ একাধিক বিষয়ের দরুণ তা আর এগোয়নি। তবে এবার নাকি তাকে টানতে চাইছে ম্যানেজমেন্ট।