Transfer Deal: রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে এই তারকাকে নিচ্ছে মোহনবাগান

দলবদলের বাজারে (Transfer Deal) রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan)। গত কয়েকমাসে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারকে দলে টেনেছে সবুজ-মেরুন ব্রিগেড।

Kerala Blasters midfielder Sahal Abdul Samad

দলবদলের বাজারে (Transfer Deal) রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan)। গত কয়েকমাসে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারকে দলে টেনেছে সবুজ-মেরুন ব্রিগেড। অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লিগ খেলা ফুটবলার আর্মান্দো সাদিকুর মতো বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় তারকাদের মধ্যে রয়েছেন যথাক্রমে অনিরুদ্ধ থাপা ও আনোয়ার আলির মতো তারকা ফুটবলাররা।

এবার হয়ত সেই পথেই আসতে চলেছেন আরেক ভারতীয় তারকা সাহাল আবদুল সামাদ। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে এবার হয়ত হিরো ইন্ডিয়ান সুপার লিগের সীমানা ছেড়ে সৌদির প্রো লিগে চলে যাবেন এই নয়া তারকা। তবে বর্তমানে যা পরিস্থিতি, সেই অনুযায়ী দেখলে তা এবারও হয়ত অসম্ভব সামাদের পক্ষে।

কেরালা দলের এই ফুটবলারের কাছে প্রো লিগের একাধিক ক্লাবের অফার থাকলেও এখনি নাকি যাওয়া সম্ভব নয় তার পক্ষে। এসবের বদলে নয়া আইএসএল মরশুমে কলকাতায় আসতে পারেন এই উঠতি তারকা। যতদূর জানা যাচ্ছে, রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে তাকে নিতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। বলাবাহুল্য, জাতীয় দলের একাধিক ফুটবলার অনেক আগে থেকেই রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আনোয়ার আলি থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো ফুটবলাররা। সাহাল আবদুল সামাদ যুক্ত হলে বাড়তে পারে সেই সংখ্যা।

বলাবাহুল্য, আগে ও বেশ কয়েকবার কেরালা ব্লাস্টার্স দল থেকে এই তরুণ ফুটবলার কে দলে টানতে চেয়েছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বেশ কয়েকবার দর কষাকষি হলেও শেষ পর্যন্ত তা বেশিদূর এগোয়নি। তবে হাল ছাড়তে নারাজ মোহনবাগান সুপারজায়ান্টস। এবার প্রীতম কোটালের সঙ্গে সোয়াপ ডিল করার পাশাপাশি প্রায় আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে কেরালা ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, তাতেই নাকি রাজি সবুজ-মেরুন। সব ঠিকঠাক চললে হুগো বুমোস থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো তারকা ফুটবলারদের সারিতেই এবার দেখা যেতে পারে এই তারকা কে।