ঘরের মাঠে এএফসির অভিযান শুরু করবে মোহনবাগান, কোথায় দেখা যাবে ম্যাচ?

বুধবার থেকেই এএফসি চ্যাম্পিয়নস লিগের (AFC Champions League) টায়ার টুয়ের অভিযান শুরু করবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নিজেদের ঘরের মাঠেই তাঁরা খেলতে নামবে তাজিকিস্তানের…

Mohun Bagan Set to Kick Off AFC Champions League

বুধবার থেকেই এএফসি চ্যাম্পিয়নস লিগের (AFC Champions League) টায়ার টুয়ের অভিযান শুরু করবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নিজেদের ঘরের মাঠেই তাঁরা খেলতে নামবে তাজিকিস্তানের ক্লাব রাভসান কুলোবের বিপক্ষে। উল্লেখ্য, এই ফুটবল ক্লাব ব্যাতিত প্রায় সকলের থেকেই দল গঠনের থেকে যথেষ্ট পিছিয়ে মোহনবাগান। তাই নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাস বাড়ানোই অন্যতম লক্ষ্য থাকবে বাগান কোচ জোসে মোলিনার। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকল সমর্থকদের।

   

কিন্তু কোথায় দেখা যাবে চ্যাম্পিয়ন লিগের এই ম্যাচ? সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টের এই ম্যাচ টিভিতে সরাসরি দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে। এছাড়াও অনলাইনের মাধ্যমে এই ম্যাচ দেখতে হলে ‘ফেনকোড’ সাবস্ক্রিপশনের মধ্য দিয়ে সেই ম্যাচ দেখা সম্ভব। অর্থাৎ মাঠে যাওয়া সম্ভব না হলেও বাড়ি বসে বা যেকোনও স্থান থেকে নজর রাখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচে। তবে শুধুমাত্র এই একটি ম্যাচ নয় প্রতিটি ম্যাচ দেখানো হবে এই সমস্ত প্ল্যাটফর্ম গুলিতে।

এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি সবুজ-মেরুনের। ঘরের মাঠে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে এগিয়ে থেকে ও আটকে যেতে হয়েছিল দিমিত্রি পেত্রাতোসদের। শেষ মুহূর্তে ম্যাচের রঙ বদলে দিয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। যা চমকে দিয়েছিল সকলকে। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই ফুটবল‌ ক্লাবকে। তা কিছুটা হলেও হতাশ করেছিল সকলকে।

কিন্তু সেইসব ভুলে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মোহনবাগান। সেইমতো গোটা দলকে অনুশীলন করাচ্ছেন সবুজ-মেরুনের হেডস্যার। এবার এই গুরুত্বপূর্ণ ম্যাচে স্টুয়ার্ট-কামিন্সদের ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।