Mohun Bagan: নয়া মরশুমে বাজেট বাড়তে পারে বাগানের, চাপে পড়বে আরেক প্রধান?

আইএসএলের শিরোপা যুক্ত হওয়ার পর এই সিজনে ও দারুন পারফরম্যান্স রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের। আইএসএলের প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও যথেষ্ট চনমনে দলের…

Mohun Bagan Suhail Ahmad Bhat

আইএসএলের শিরোপা যুক্ত হওয়ার পর এই সিজনে ও দারুন পারফরম্যান্স রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের। আইএসএলের প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও যথেষ্ট চনমনে দলের ফুটবলাররা। এবারের প্লে-অফে নিজেদের স্থান অনেক আগেই নিশ্চিত করে ফেলেছে ময়দানের এই প্রধান।

   

তবে এবারের এই মরশুমে লিগশিল্ডকেই পাখির চোখ করেছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি থাকলেও তাদের ছাপিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ আছে বাগানের। উল্লেখ্য, গত ওডিশা ম্যাচ জিততে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে চলে আসতো সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু ফুটবলারদের একাধিক সহজ সুযোগ নষ্টের দরুন পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের।

চলতি মাসের শেষের দিকেই ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্টস দল। এই ম্যাচ জিতলে ফের লড়াইয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গতবারের আইএসএল জয়ীদের। তারপর এপ্রিলের শুরুতেই তাদের খেলতে হবে টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসির বিপক্ষে।

তবে এখন ম্যাচ প্রতি ম্যাচ এগোতে চান বাগানের স্প্যানিশ হেড স্যার। এসবের মাঝেই উঠে আসল নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, আগত নতুন মরশুম থেকেই নাকি বাজেট বাড়তে চলেছে সবুজ-মেরুনের। যা নিঃসন্দেহে খুশি করবে দলের সমর্থকদের। সেক্ষেত্রে দলের বেশকিছু ফুটবলারদের বদল ঘটিয়ে বড়সড় চমক দিতে পারে বাগান ব্রিগেড।

যা নিঃসন্দেহে বাড়তি পাওনা থাকবে সমর্থকদের কাছে। পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা মাথায় রেখে ও বিশেষ প্রস্তুতি নেওয়ার ভাবনা থাকতে পারে বাগান ম্যানেজমেন্টের। যা অনায়াসেই চাপে ফেলতে পারে ময়দানের আরেক প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে।