বুধবার এএফসির ম্যাচ খেলবে মোহনবাগান, কোথায় ও কতক্ষণ মিলবে টিকিট?

শেষ মরসুমে মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে আইএসএলের শিল্ড জিতেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেই সুবাদে এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ (AFC Champions League) খেলার…

AFC Champions League,Mohun Bagan

শেষ মরসুমে মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে আইএসএলের শিল্ড জিতেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেই সুবাদে এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ (AFC Champions League) খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ময়দানের এই প্রধান। বলতে গেলে প্রথমবার এসিএল টায়ার টু খেলতে নামবে সবুজ-মেরুন। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন বাগান কোচ জোসে মোলিনা‌। তাই আইএসএলের প্রথম ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর এই এএফসির ম্যাচের জন্যই প্রস্তুত করছেন গোটা দলকে।

   

সূচি অনুযায়ী আগামী ১৮ই সেপ্টেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। যেখানে প্রথম ম্যাচেই তাঁদের লড়াই করতে হবে এফসি রাভসান কুলোব এফসির সঙ্গে। উল্লেখ্য, তাজিকিস্তানের এই ফুটবল ক্লাব ব্যাতিত প্রায় সকলের থেকেই দল গঠনের থেকে যথেষ্ট পিছিয়ে মোহনবাগান। তাই নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাস বাড়ানোই অন্যতম লক্ষ্য থাকবে বাগান কোচ জোসে মোলিনার। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে আপামর বাগান সমর্থকদের।

কিন্তু কোথা থেকে মিলবে এই ম্যাচের টিকিট? সেই নিয়েই রবিবার গভীর রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে বিশেষ বিবৃতি জারি করেছে ময়দানের এই প্রধান। সেই অনুযায়ী আজ থেকেই অফলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। ম্যানেজমেন্টের বিবৃতি অনুযায়ী আগামী ১৮ তারিখ পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মিলবে এই ম্যাচের টিকিট। যারফলে নিজেদের সুবিধা মতো ক্লাব টেন্ট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। এছাড়াও অনলাইন টিকিট নিয়ে ও জারি করা হয়েছে বিশেষ বিবৃতি।

সেই অনুযায়ী আজ থেকেই অনলাইন টিকিট রিডম করতে পারবেন সমর্থকরা। তবে এক্ষেত্রে সল্টলেক স্টেডিয়ামের দুই নম্বর বক্স অফিস থেকে অনলাইন টিকিট সংগ্রহ করার পাশাপাশি অফলাইন টিকিট কাটার সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের। সেক্ষেত্রে ১৬ এবং ১৭ই সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সুবিধা মতো টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। পাশাপাশি ম্যাচের দিন সকাল ১০.৩০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অনলাইন টিকিট সংগ্রহ করার সুবিধা থাকছে‌।