Mohun Bagan: এএফসি-কে পাখির চোখ, ডুরান্ড ডার্বির দিন বদলের আর্জি বাগানের

East Bengal Captain Arpan Polle Celebrating Victory over Mohun Bagan in the Reliance Development League

গত কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে ডুরান্ড কাপের ডার্বির (Derby ) দিনক্ষন। সেই অনুযায়ী আগামী ১২ আগস্ট মুখোমুখি হওয়ার কথা কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের (Mohun Bagan)। যা নিয়ে এখন থেকেই উন্মাদনা চরমে উঠেছে ফুটবলপ্রেমী বাঙালির। তবে এবার এই ডার্বি ম্যাচ নিয়ে উঠে আসল এক নয়া তথ্য।

শোনা যাচ্ছে, আগামী মাসের এই ডার্বির দিনক্ষণ নিয়ে সহমত নয় সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সেজন্যই এবার নাকি ডার্বির দিন বদলের কথা শোনা গিয়েছে তাদের তরফে। কিন্তু হঠাৎ কেন এমন সমস্যা দেখা দিল মোহনবাগান সুপারজায়ান্টস দলের তরফ থেকে?

   

আসলে আগামী মাসের ১৬ তারিখ নাগাদ এএফসি কাপের প্রিলিমিনারি ম্যাচ খেলতে হবে মোহনবাগান সুপারজায়ান্টস কে। যার জন্য বেশ কিছুদিন অনুশীলন করতে চায় দল। তাই সেক্ষেত্রে ১২ তারিখ ডার্বি খেললে সমস্যায় পড়তে হতে পারে দলের ফুটবলারদের। তাছাড়া এই টুর্নামেন্টে মূল দল নামানোর ভাবনা থাকায় আরও দেখা দিয়েছে সমস্যা।

তাছাড়া শেষ আইএসএল মরশুমে ট্রফি জয়ের পর এএফসি কাপে ভালো পারফরম্যান্স করার কথা দিয়েছিলেন দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। তাই সেই কথা মাথায় রেখেই এএফসি কাপ কে বাড়তি গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। সেজন্য আগত ডুরান্ডের ডার্বি পিছিয়ে দিয়ে এএফসি কাপের ম্যাচ কেই প্রধান টার্গেট করতে চান বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কবে তাহলে অনুষ্ঠিত হবে ডার্বি ম্যাচ? যতদূর শোনা যাচ্ছে, স্বাধীনতা দিবসের আগে কিংবা ১৭ তারিখের পরে কোনো একদিনে আয়োজিত হতে পারে এই কলকাতা ডার্বি। আসলে আগামী ১৫ ই আগস্ট এএফসি কাপের ম্যাচ খেলার কথা জানানো হলেও স্বাধীনতা দিবসের কথা ভেবে তা নাকচ করে দেওয়া হয়। তার বদলে ম্যাচের দিন ঠিক হয় ১৬ ই আগস্ট। তবে ডুরান্ড ডার্বি নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে তারিখ বদলের কথা জানানো না হলেও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে ম্যাচের সময়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন