কেরালার বিপক্ষে সহজ জয়, শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান

Mohun Bagan Secures Easy 3-0 Win Over Kerala Blasters

জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শনিবার সন্ধ্যায় আইএসএলের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল থেক্কাথারা পুরুষোথামণের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। কোচিতে ম্যাচ থাকলেও নিজেদের সেরাটা উজাড় করে দিতে খুব একটা অসুবিধে হয়নি জেসন কামিন্সেরদের। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। এদিন ও দলের হয়ে জোড়া গোল করেন অস্ট্রেলিয়ান তারকা জেমি‌ ম্যাকলারেন। পরবর্তীতে দলের ব্যবধান আরও বাড়িয়ে দেন আলবার্তো রদ্রিগেজ।

   

এই জয়ের সুবাদে ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের থেকে আর এক পা দূরে থাকল মোহনবাগান। বলাবাহুল্য, গত ম্যাচের পর দলের প্রথম একাদশের একাধিক ফুটবলার ছাড়াই এদিন কেরালার বিরুদ্ধে খেলতে নেমেছিল জোসে মোলিনার ছেলেরা। যদিও তার কোনও প্রভাব সেভাবে লক্ষ্য করা যায়নি ম্যাচের মধ্যে। বরং প্রথম থেকেই প্রভাব বিস্তার করার মনোভাব দেখা গিয়েছিল মেরিনার্সদের মধ্যে। ম্যাচের প্রথমদিকে লালথানমাউয়া রেন্থেলেইরা বেশ কয়েকবার আক্রমণ করে গোলের মুখ খোলার চেষ্টা করলেও কাজে আসেনি সেই প্রচেষ্টা। দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ থেকে শুরু করে শুভাশিস বসুরা।

তারপর সুযোগ বুঝেই পাল্টা আক্রমণে উঠে আসতে থাকে সবুজ-মেরুন শিবির। দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষের দিকে দুরপাল্লার শট নিয়ে বল গোলে ঠেলে দেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। তবুও বাগান রক্ষণে হানা দিতে ভোলেননি আদ্রিয়ান লুনারা। কিন্তু আক্রমণ করলেও গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না কেরালার কাছে। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠার সুযোগ নিয়েই প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে বাগান শিবির। সেখান থেকেই আসে সাফল্য। তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে নিজের দ্বিতীয় গোল করে যান ম্যাকলারেন। প্রথমার্ধের শেষে সেই দুইটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে ময়দানের এই প্রধান।

তারপর দ্বিতীয়ার্ধ থেকেই গোলের মুখ খোলার মরিয়া চেষ্টা করতে থাকেন কেরালার ফুটবলাররা। সেই অনুযায়ী বাড়তি সক্রিয়তা দেখাতে শুরু করেন ভিবিন মহানন থেকে শুরু করে ইশান পন্ডিতা এবং আইমান ঢাওলিংরা। কিন্তু কাজের কাজ হল কোথায়। চতুর্থ কোয়ার্টারের শেষেই কেরালার কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে যান বাগানের স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। তৃতীয় গোল হজমের পরে ও কেরালা ফুটবলারদের ফিরে আসার মনোভাব থাকলেও আত্মবিশ্বাসী মোহনবাগানের কাছে সেটা তুচ্ছ মাত্র। সেজন্য, জয় ছিনিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি সবুজ-মেরুনের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন