দ্রোণাচার্য পুরষ্কার পাওয়া প্রাক্তন কোচ সৈয়দ নইমউদ্দিনের বিপদের দিনে এবার পাশে দাঁড়াতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan)। সেইমতো এবার কলকাতা লিগের ডার্বি ম্যাচ নিয়ে এবার বিশেষ প্রস্তাব উঠে এসেছে তাদের তরফে। উল্লেখ্য, এবারের প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের এখনো পর্যন্ত বেশকিছু ম্যাচ বাকি থাকলেও অনেক আগেই সমস্ত দলকে পিছনে ফেলে খেতাব নিশ্চিত করে ফেলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।
এই নিয়ে টানা তিনবার এই খেতাব জয় করে ফেলল সাদা-কালো ব্রিগেড। তবুও এই ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ ঘিরে এখনো পর্যন্ত প্রবল উন্মাদনা রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। সেটি মোহন- ইস্ট ডার্বি ম্যাচ। আগামী কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে এটি। এবার সেই ম্যাচকে মূলত বেনিফিট ম্যাচ করার প্রস্তাব উঠে আসে সবুজ-মেরুনের তরফ থেকে।
কিন্তু হঠাৎ কেন এমন ভাবনা? জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই শারিরীক সমস্যায় ভুগছেন ময়দানের দ্রোণাচার্য পুরষ্কার প্রাপ্ত কোচ সৈয়দ নইমউদ্দিন। পাশাপাশি অর্থনৈতিক সমস্যাও তার দেখা দিয়েছে প্রবলভাবে। সেই কারনেই আসন্ন ডার্বি ম্যাচকে তার জন্য বেনিফিট ম্যাচ করার প্রস্তাব জানিয়ে আইএফএর কাছে বিশেষ চিঠি জমা দেন বাগান সচিব দেবাশীষ দত্ত। বিশেষ সূত্র মারফত খবর, ময়দানের এই প্রধানের ভাবনাকে নাকি স্বাদুবাদ জানিয়েছেন বঙ্গীয় ফুটবল ফেডারেশন।
তাই সব ঠিকঠাক থাকলে, প্রিমিয়ার ডিভিশন লিগের ডার্বি ম্যাচের থেকে উঠে আসা সমস্ত অর্থ প্রদান করা হতে পারে ময়দানের এই দাপুটে খেলোয়াড় তথা প্রাক্তন কোচের পরিবারকে। পাশাপাশি ময়দানের প্রধানদের তরফ থেকে ও নাকি বিশেষ অর্থ সাহায্য করার কথা উঠে এসেছে।