এবার নাকি যুবভারতীতে ম্যাচ খেলতে চাইছে মোহনবাগান, রাজি হবে আইএফএ?

অনেক আগেই প্রিমিয়ার ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান। কিন্তু এখনো বাকি আছে সুপার সিক্সের ম্যাচ। বহু আগেই ভবানীপুর ও খিদিরপুরের মতো ক্লাব নিজেদের দল…

Mohun Bagan Salt Lake Stadium

অনেক আগেই প্রিমিয়ার ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান। কিন্তু এখনো বাকি আছে সুপার সিক্সের ম্যাচ। বহু আগেই ভবানীপুর ও খিদিরপুরের মতো ক্লাব নিজেদের দল তুলে নিলেও কলকাতা ডার্বির দিকে নজর ছিল সকলের। এক্ষেত্রে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আগামী ৩০ তারিখ ম্যাচের দিন ধার্য করা হলেও সেই ম্যাচ খেলা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে দুই প্রধানের।

ইমামি ইস্টবেঙ্গল এই ম্যাচ নিয়ে কোনো লাল-হলুদের তরফ থেকে খুব একটা সমস্যা না থাকলেও সবুজ-মেরুনের তরফ থেকে আগেই চিঠি দিয়ে এই ম্যাচে দল না নামানোর ইঙ্গিত মিলেছিল। যার কারন হিসেবে দেখানো হয়েছে আগামী ২রা ডিসেম্বর হায়দরাবাদ দলের সঙ্গে আইএসএলের ম্যাচ। তারপরেই রয়েছে প্রেস কনফারেন্স।

সেজন্য, ডার্বির দিনক্ষণ বদলের অনুরোধ করা হয়েছিল বাগান শিবিরের তরফ থেকে। তবে বড় ম্যাচের তারিখ যে আর বদল করা হবে না সেই নিয়েও যথেষ্ট অনড় এখনো অব্দি থেকেছে আইএফএ। এক্ষেত্রে গতকাল একটি বৈঠক থেকে আগেই নিজের মতামত তুলে ধরেছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। যেখানে এই ম্যাচ আয়োজনের কথা অনেক আগেই নাকি বলা হয় তাদের তরফে। কিন্তু সেই নিয়েই এবার আইএফএকে কড়া চিঠি দেয় মোহনবাগান। যেখানে ক্লাবের তরফ থেকে মিথ্যেবাদী আক্ষা দেওয়া হয় বঙ্গীয় ফুটবল ফেডারেশনকে। তবে এবার নাকি শর্তসাপেক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে সবুজ-মেরুন। সেইমতো ফের চিঠি পাঠোনো হয়েছে আইএফএ অফিসে।

সেখানে নাকি উল্লেখ করা হয়েছে যে, এবারের এই ডার্বি খেলতে রাজি মেরিনার্সরা। তবে সেক্ষেত্রে ম্যাচের দিন বদলের জন্য বিশেষ বৈঠকের আয়োজন করতে হবে। এছাড়াও নৈহাটির বদলে ম্যাচ করতে হবে যুবভারতী স্টেডিয়ামে। সেইসাথে দলের সমর্থকরা যাতে আসতে পারেন তার জন্য টিকিটের যথাযথ ব্যবস্থা ও রাখতে হবে। তবে এই প্রস্তাব আদৌ আইএফএর তরফ থেকে মানা হবে কিনা এখন সেটাই দেখার।