মুখ্যমন্ত্রী কোন দলের সমর্থক? ফাঁস করলেন বাগান সভাপতি

Mohun Bagan President Debasish Dutta said CM Mamata Banerjee is Mohun Bagan Supporters on Mohun Bagan Day 2025

২৯ জুলাই মোহনবাগান দিবসে (Mohun Bagan Day 2025) নেতাজি ইন্ডোর স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে তুলতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। সকাল থেকে শুরু হওয়া এই উদযাপন শেষ হয় এক জাঁকজমকপূর্ণ সন্ধ্যায়, যেখানে এক ‘গোপন’ তথ্য প্রকাশ্যে আনলেন ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত (President Debasish Dutta)। তিনি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কোন দলের সমর্থক।

যদিও এতদিন মুখ্যমন্ত্রী নিজের মুখে কখনও কোনও ক্লাবের প্রতি পক্ষপাত দেখাননি। বরং বারবার বলে এসেছেন, তিনি ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিংকেই সমানভাবে ভালোবাসেন। কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেই বিশেষ মঞ্চে দেবাশিস দত্ত যা বললেন, তা নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

   

মোহনবাগান দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বার্তায় লেখা ছিল, “আমি শুনে খুব খুশি হয়েছি যে ২৯ জুলাই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবস পালন করা হবে। এই দিনটা শুধুমাত্র মোহনবাগান ক্লাবের ইতিহাসেই স্পেশাল নয়, ভারতীয় ফুটবলেও এর গুরুত্ব অপরিসীম।” মুখ্যমন্ত্রীর এই বার্তা ইতিমধ্যেই মোহনবাগান সমর্থকদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করেছে।

এই প্রেক্ষিতেই দেবাশিস দত্ত বলেন, “আপনারা জানেন কি, মুখ্যমন্ত্রী কোন ক্লাব সমর্থন করেন? উনি মুখে স্বীকার না করলেও, ওনার হৃদয়ে মোহনবাগান। আমরা সেটা জানি। উনি আমাদের ভালোবাসেন, আমাদের পাশে থাকেন সবসময়।” এই বক্তব্যে শুনে সেখানে উপস্থিত হাজার হাজার মোহনবাগান সমর্থক উচ্ছ্বসিত হয়ে পড়েন।

উল্লেখযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপন থেকে মহামেডান স্পোর্টিংয়ের উন্নয়ন প্রকল্প পর্যন্ত নানা ক্ষেত্রে সমানভাবে সহযোগিতা করেছেন। কিন্তু মোহনবাগানের প্রতি তাঁর এক বিশেষ টান রয়েছে বলে রাজনৈতিক এবং ক্রীড়ামহলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে এবার সেই গুঞ্জনই যেন সিলমোহর পেল দেবাশিস দত্তের বক্তব্যে।

Mohun Bagan President Debasish Dutta said CM Mamata Banerjee is Mohun Bagan Supporters on Mohun Bagan Day 2025

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleপুজোয় অনিশ্চিত পদ্মার ইলিশ! মোদীতেই ভরসা মমতার
Next articleনির্মাণের ১৫ বছরেই ভাঙছে কবি সুভাষ মেট্রো স্টেশন
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।