সার্বিয়ার তিরিশ বছর বয়সী ডিফেন্ডার স্লাভকো ডানজানোভিচের (Slavko) পরবর্তী গন্তব্য সম্পর্কে নিরাবতা ভাঙলেন জনপ্রিয় সাংবাদিক মার্কাস মারগুলোও।এর আগে স্লাভকোর আইএসএলে প্রত্যাবর্তন করার খবরটা জানিয়েছিলেন মার্কাস’ ই ।
এমন সময় জামশেদপুর এফসি তাদের ডিফেন্ডার পিটার হার্টলে কে রিলিজ করে দেয়।ফলে স্লাভকোর জামশেদপুরে যোগদান করার ব্যাপারে একটা বিরাট জল্পনা তৈরী হয়েছিলো।এরপর শোনা যায় ফ্লোরেন্টিন পোগবাকে ছেড়ে দিচ্ছে এটিকে মোহনবাগান।তার বদলে কোনও বিদেশি ডিফেন্ডার’কে নেবে তারা।তাই স্লাভকোর নাম জড়ায় এটিকে মোহনবাগানের সাথেও।
শোনা যাচ্ছিলো স্লাভকো কে পেতে এটিকে মোহনবাগান এবং জামশেদপুর এফসি দুই দল আগ্রহী ছিলো।তাই ট্রান্সফার মার্কেটে স্লাভকো কে কেন্দ্র করে দড়ি টানাটানির লড়াই শুরু হয়।
এরকম একটা সময় এক অতি উৎসাহী ইউটিউবার স্লাভকোর বন্ধু লুকাসের সাথে যোগাযোগ করেন সংশ্লিষ্ট ফুটবলারের পরবর্তী গন্তব্যের ব্যাপারে জানার জন্যে।তিনি জানিয়েছেন এটিকে মোহনবাগানে যোগ দেবেন স্লাভকো।অন্যদিকে সাংবাদিক মার্কাসের কাছে যখন জানতে চাওয়া হয় স্লাভকো জামশেদপুর এফসিতে যোগ দেবেন কিনা,তিনি স্পষ্ট না বলে দেন।
এর ফলে একটা বিষয় স্পষ্ট স্লাভকো এটিকে মোহনবাগানে যোগ দিচ্ছে।সূত্রের খবর অনুযায়ী জামশেদপুরের তুলনায় বেশি পরিমাণ অর্থে এটিকে মোহনবাগান দলে যোগ দিচ্ছেন স্লাভকো।জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডো ওপেন হলে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সবুজ মেরুন ব্রিগেড।তবে স্লাভকো লোনে আসছেন নাকি পাকাপাকি ভাবে, সেটা এখনো স্পষ্ট নয়।অবশ্য স্লাভকো নিজে এখনো তার পরবর্তী ক্লাব সম্পর্কে কোনও মন্তব্য করেননি।