চেলসি-ম‍্যানচেস্টার ইউনাইটেড তারকা ফুটবলারকে প্রস্তাব দিল এটিকে মোহনবাগান

Radamel Falcao

বিশ্বফুটবলের অন‍্যতম জনপ্রিয় একজন ফুটবলার কলোম্বিয়ার আক্রমণ ভাগের ফুটবলার রাদামেল ফালাকাও‌। ৩৬ বছর বয়সী এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ‍্যালু এখন ১৬ কোটি টাকা।

৪ ক্লাব ফুটবল কেরিয়ারে অ্যাটলেটিকো মাদ্রিদ,চেলসি, ম‍্যানচেস্টার ইউনাইটেড এবং এস মোনাকোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে এই তারকা ফুটবলারের।বর্তমানে তিনি খেলেন লা লিগার ক্লাব রায়ো ভালাকানোর হয়ে।ইংল্যান্ডের ক্রিড়া সাংবাদিক বেন ভার্কিনের সম্প্রতি করা একটি ট‍্যুইট ঘিরে ভীষণ জল্পনা তৈরী হয়েছে।এই খবর ইন্ডিয়ান সুপার লিগের আসরে হইচই ফেলে দিতে বাধ‍্য।

   

সেখানে তিনি বলেছেন ভারতীয় ফুটবল ক্লাব গুলোর মধ্যে দিয়ে এটিকে মোহনবাগান ফালকাও কে দলে পেতে মোটা অংকের চুক্তির প্রস্তাব দিয়েছিলো। তাকে ট্রান্সফারের মারফত এটিকে মোহনবাগানে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল। এখনও জারি আছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো,ভবিষ্যতে এই চুক্তি বাস্তবায়িত হয় কিনা,এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন