Mohun Bagan: কোচ জল্পনায় এখনো আটকে মোহনবাগান!

সোশ্যাল মিডিয়ায় জল্পনার স্রোত। ইস্টবেঙ্গল , মহামেডান স্পোর্টিং ক্লাবকে কেন্দ্র করে দল বদলের বিভিন্ন আলোচনা। মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে নিয়ে আলোচনা অনেকটা কম। এখনো…

Mohun Bagan's Spanish Coach Antonio Lopez Habas

সোশ্যাল মিডিয়ায় জল্পনার স্রোত। ইস্টবেঙ্গল , মহামেডান স্পোর্টিং ক্লাবকে কেন্দ্র করে দল বদলের বিভিন্ন আলোচনা। মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে নিয়ে আলোচনা অনেকটা কম। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না আগামী দিনে দলের হেড কোচ কে হবেন।

   

হুয়ান ফেরান্দোর বদলে মোহনবাগান সুপার জায়ান্ট ভরসা রেখেছিলেন লোপেজ হাবাসের ওপর। ২০২৩-২৪ মরসুমের ট্রান্সফার উইন্ডোর পর থেকে তিনিই ছিলেন বাগানের হেড স্যার। দলকে সুপার কাপ জিততে সাহায্য করেছিলেন। আত্মবিশ্বাসী করে তুলেছিলেন ফুটবলারদের।

Mohun Bagan: ৫ গোল হজম করে ট্রফি হাতছাড়া করল মোহনবাগান

মরসুমের শেষের দিকে হাবাসের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। বেশ কয়েকদিন মাঠের বাইরে থেকেছিলেন। হোটেলের ঘরে বসে করেছিলেন দরকারি কাজকর্ম। মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। পরের মরসুমেও হাবাসের কোচ হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু চিন্তার কারণ হয়ে উঠেছে তাঁর বয়স ও স্বাস্থ্য।

হাবাসের বয়স চিন্তার কারণ। দীর্ঘ মরসুমের জন্য তিনি প্রধান কোচের দায়িত্ব সামলাতে পারবেন কি না সেটা নিশ্চিত নয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি এখন সুস্থ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নিজের হাসি মুখের ছবি। সোশ্যাল মিডিয়ায় হাবাস ছবি পোস্ট করে লিখেছিলেন, ঝড়ের পরের আবহাওয়া সব সময় শান্ত হয়।

Darren Caldeira: গ্রিসে গিয়ে দল বদলের কাজ করছেন বেঙ্গালুরু এফসির কর্তা?

মোহনবাগান ক্যাম্পে এখন ঠিক কী চলছে সে ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কোচ এখনও চূড়ান্ত হয়নি বলেই মনে করা হচ্ছে। হাবাস নিজে রাজি হলে তিনিই হয়তো থাকবেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ। নাহলে অন্য কেউ। পরের সিজনে মোহনবাগানের কোচ কে হতে চলেছেন সেটা জানার জন্য এখনো অপেক্ষা করতে হবে।