Mohun Bagan: আগামী মরসুমেও বাগানে থাকতে পারেন কাউকো

ইন্ডিয়ান সুপার লিগে বিরতির পর থেকে ভালো ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ফর্ম বজায় রাখলে লিগ শিল্ড চলে আসবে হাতের…

Mohun Bagan Joni KaukO

ইন্ডিয়ান সুপার লিগে বিরতির পর থেকে ভালো ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ফর্ম বজায় রাখলে লিগ শিল্ড চলে আসবে হাতের মুঠোয়। সেই সঙ্গে জোরালো হবে আইএসএল (ISL) জয়ের সম্ভাবনা। এই অবস্থায় আগামী মরসুমের দল গঠনের ব্যাপারে শুরু হয়েছে জল্পনা।

এবারের মোহনবাগান সুপার জায়ান্ট কয়েক কোটি টাকা খরচ করে গড়েছে ভালো দল। কিন্তু সেই এই দল মরসুমের মাঝপথে এসে খেই হারিয়েছিল। শুরুর দিকে পরপর ম্যাচে জোয় পেলেও পরের দিকে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে হেরে প্রত্যাশা পুরণের কাজে বাধা পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কোচ বদল করার পরে সবুজ মেরুন ব্রিগেড আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করে। কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের পাশাপাশি দলের পারফরম্যান্স উন্নতির অন্যতম কারণ অবশ্যই জনি কাউকো।

দীর্ঘ দিন মাঠে বাইরে ছিলেন। চোট কাটিয়ে ওঠার পর জনি ম্যাচ খেলার জন্য কতটা ফিট সে ব্যাপারে প্রশ্ন ছিল। প্রশ্নের জবাব কাউকো নিজেই খুব তাড়াতাড়ি দিয়েছেন। প্রথমে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামিয়ে ফিনল্যান্ডের এই মিডফিল্ডারকে পরখ করে নিয়েছিলেন কোচ হাবাস। ধীরে ধীরে প্রথম একাদশ। কাউকো মাঠে নামার পর দলের পারফরম্যান্স যে বদলেছে সে ব্যাপারে কোনও বিতর্ক নেই।

প্রশ্ন হল আগামী মরসুমেও কি সবুজ মেরুন ব্রিগেডে থাকছে জনি কাউকো? এখনও পর্যন্ত যা আভাস তাতে সাম্প্রতিক ফর্মের বিচারে কাউকোর সঙ্গে নতুন চুক্তি করার কথা ভাবতেই পারে মোহনবাগান সুপার জায়ান্ট। কাউকোর বয়স বেশি না, আপাতত নেই কোনও ফিটনেস ইস্যু। সব মিলিয়ে সবুজ মেরুন ব্রিগেডে জনি কাউকোর সময়কাল আরও দির্ঘ হলেও তা বিস্ময়কর হবে না।