একটা দিনের অপেক্ষা মাত্র। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় সেমিফাইনাল। যে খানে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নামবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আইএসএলের এই প্রথম লেগের সেমিফাইনালে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে রাস্তা মসৃণ করতে চাইবেন দিমিত্রি পেত্রাতোসরা। কিন্তু এই লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন বাগান কোচ। আসলে দলের ফুটবলারদের চোট আঘাতের সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে জোসে মোলিনাকে।
বলাবাহুল্য, সপ্তাহ কয়েক আগেই জাতীয় শিবিরের অনুশীলন চলাকালীন চোটের কবলে পড়তে হয়েছিল দলের তারকা উইঙ্গার মনবীর সিংকে। নিঃসন্দেহে যা বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। আসলে মালদ্বীপ ম্যাচের আগে দলের এমন পরিস্থিতি যথেষ্ট ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল সকলকে। যদিও মনবীরের অনুপস্থিতির প্রভাব খুব একটা দেখা যায়নি পারফরম্যান্সে। পরবর্তীতে বাগান অনুশীলনে যোগদান করেছিলেন এই ভারতীয় তারকা। কিন্তু চোট সমস্যা কাটিয়ে আদৌও তিনি ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল খেলতে পারবেন কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল সংশয়।
তবে সময় এগোনোর সাথে সাথেই ক্রমশূ সুস্থ হয়ে উঠছিলেন মনবীর সিং। যারফলে অনেকেই মনে করতে শুরু করেছিল যে আইএসএল সেমিফাইনালে হয়তো তাঁকে মাঠে নামানোর কথা ভাবতে পারেন বাগানের শিল্ড জয়ী কোচ। এবার ফের বিপত্তি। উল্লেখ্য, গত মঙ্গলবার দলের অনুশীলনে উপস্থিত হয়েছিলেন এই দাপুটে ফুটবলার। প্রথমদিকে সতীর্থদের সঙ্গে থাকলেও পরবর্তীতে দলের ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। তবে বল পায়ে মাঠে অনুশীলন করেননি বাগানের এই ভরসাযোগ্য ফুটবলার। শোনা যাচ্ছে, পুরনো চোট থেকে সুস্থ হয়ে উঠতে শুরু করলেও সম্প্রতি বাগানের অনুশীলন চলাকালীন নতুন করে চোটের সমস্যা দেখা দিয়েছে এই তারকার।
যারফলে দ্বিতীয় লেগের সেমিফাইনালে ও আদৌ তিনি মাঠে নামতে পারবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। সেক্ষেত্রে বিকল্প হিসেবে আদৌ কাকে খেলাতে পারেন বাগান কোচ এখন সেটাই দেখার।