প্রথমার্ধ শেষে মহামেডানের বিপক্ষে তিন গোলে এগিয়ে মোহনবাগান

Mohun Bagan Leads 3-0 Against Mohammedan SC at Halftime in Intense ISL Derby"

Mohun Bagan vs Mohammedan SC: অন্যান্য দিনের মতো আজ ও সবুজ-মেরুন ঝড়ের সাক্ষী যুবভারতী ক্রীড়াঙ্গন। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় আইএসএলের আরেকটি ডার্বি ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। প্রথমার্ধের শেষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। দলের জার্সিতে ইতিমধ্যেই জোড়া গোল করে ফেলেছেন শুভাশিস বসু। এবং একটি গোল করেন মনবীর সিং। অপরদিকে কয়েকবার আক্রমণে উঠে আসতে শুরু করলেও খুব একটা সুবিধা করতে পারেনি প্রতিপক্ষ দল।

Advertisements

বরং প্রথমার্ধের শেষ লগ্নে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে সাদা-কালো তারকা মিরজালোল কাসিমভকে। যারফলে দ্বিতীয়ার্ধের আগে যথেষ্ট ব্যাকফুটে ব্ল্যাক প্যান্থার্সরা। এদিন প্রথম থেকে যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছে সবুজ-মেরুন শিবির। তাঁদের আটকাতে গিয়ে যথেষ্ট কালঘাম ছুঁটেছিল মহামেডান ডিফেন্ডারদের। তবে সেটা বেশিক্ষণ বজায় থাকেনি। ম্যাচের সাত মিনিটের মাথায় বল নিয়ে উঠে আসলেও অফসাইডের ফাঁদে পড়তে হয় লিস্টন কোলাসোকে। তবে গোল তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি। ১১ মিনিটের মাথায় দীপেন্দু বিশ্বাসের অ্যাসিস্ট থেকে গোল করে যান বাগান অধিনায়ক শুভাশিস বসু।

Advertisements

অনায়াসেই এগিয়ে যায় মোহনবাগান। প্রথম গোলের ঠিক কিছু সময় পরেই কর্নার আদায় করে নেয় মেরিনার্সরা। পরবর্তীতে অজি তারকা জেসন কামিন্সের সক্রিয়তায় ব্যবধান বাড়িয়ে যান মনবীর সিং। অল্প সময়ের মধ্যে দুটি গোল হজম করার যথেষ্ট চাপে পড়ে যায় সাদা-কালো ব্রিগেড। যার প্রভাব পড়তে থাকে ম্যাচের মধ্যে। পরবর্তীতে রেমসাঙ্গা থেকে শুরু করে অ্যালেক্সিস গোমেজরা আক্রমণে আসলেও অনায়াসেই পরিস্থিতি সামাল দেন বিশাল কাইথ। তারপর প্রথমার্ধের শেষ কোয়ার্টারে গোল করে নিজের দ্বিতীয় গোল তুলে নেন শুভাশিস বসু। এক্ষেত্রে জেমি ম্যাকলারেনের সক্রিয়তা যথেষ্ট প্রশংসনীয়।