মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan) গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোর শুরু থেকেই কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters) থেকে প্রীতম কোটালকে (Pritam Kotal) তাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সোয়াপ ডিলের মাধ্যমে দল বদল করা হলেও হতে পারে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, প্রীতম কোটালের পরিবর্তে ব্লাস্টার্স মোহনবাগানের কাছে দু’জন খেলোয়াড় চেয়েছিল। মোহনবাগান অবশ্য এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। প্রীতম কোটালের জায়গায় মোহনবাগান ব্লাস্টার্সকে মাত্র একজন ফুটবলার দিতে পারে বলে অনুমান।
মোহনবাগানে প্রথমবার যোগ দেওয়ার গল্প শোনালেন সুনীল
কেরালা ব্লাস্টার্স নতুন কোচ নিয়োগ করেছে। স্কোয়াডে হচ্ছে রদবদল। ২০২৩-২৪ মরসুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে ধারাবাহিকভাবে ফর্মে ছিলেন না প্রীতম কোটাল। কিছু ক্ষেত্রে সমর্থকদের হতাশ করেছিলেন। টিম ম্যানেজমেন্টও কি আস্থা হারিয়েছে প্রীতমের ওপর থেকে? এই প্রশ্ন উঠেছিল এক সময়।
ট্রান্সফার মার্কেটে একাধিক নামীদামী ফুটবলারকে নিয়ে জল্পনা চলছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হেভিওয়েট বিদেশি ফুটবলারদের কেন্দ্র করে গরম হয়ে রয়েছে দল বদলের বাজার। তুলনায় প্রীতম কোটালকে নিয়ে এখন জল্পনা কম। তবে কৌতূহল রয়েছে। বিগত কয়েক বছরে প্রীতম ভারতীয় ফুটবলারদের মধ্যে অন্যতম ধারবাহিক ফুটবলার। একটা মরসুম আশানুরূপভাবে খেলতে না পারলেও তাঁকে ঘিরে এখনও প্রত্যাশা রয়েছে।
Pritam Kotal swap deal with Mohun Bagan mostly happening
Mohun Bagan is not ok in giving 2 players they want to give one player@7negiashish 💻#KBFC #MohunBagan pic.twitter.com/u54H2cGeIp— Abdul Rahman Mashood (@abdulrahmanmash) August 3, 2024
East Bengal: ‘এরকম ঘটনা জীবনে প্রথম দেখলাম’, সাংবাদিক সম্মেলনে বললেন দেবব্রত
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হওয়া এই পোস্ট অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে সোয়াপ ডিল হতে চলেছে। তবে কোন খেলোয়াড় মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার্সে যাবেন তা এখনও স্পষ্ট হয়নি।