Mohun Bagan: বড়দের পর মোহনবাগানের ছোটরাও হারাল মুম্বই সিটি এফসিকে

ইন্ডিয়ান সুপার লিগের পর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও মুম্বই সিটি এফসিকে হারাল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। মুম্বইয়ের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে সবুজ মেরুন ব্রিগেড।

   

ম্যাচের প্রথম বাঁশি বাজার পর থেকেই আক্রমণে যাওয়ার পথ বেছে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণে উঠে যাওয়ার চেষ্টা করেছিল বাগানের জুনিয়র দল। সেই সময় কিছুটা অবিন্যস্ত ছিল মুম্বই সিটি এফসি ডিফেন্স। সঙ্গে সঙ্গে আক্রমণে উঠে যাওয়ার ফলে মোহনবাগানও প্রতিপক্ষের বক্সে লোক বাড়াতে সমস্যায় পড়েছিল। ফলত মোহনবাগান আক্রমণে দ্রুত উঠলেও ফাইনাল পাস ঠিক মতো হচ্ছিল না।

ম্যাচের বয়স যখন মিনিট ছয়, তখন নিজেদের অর্ধ থেকে লং বল বাড়িয়ে দিয়েছিল মোহনবাগানের ফুটবলার। লং বল রিসিভ করে ডান প্রান্ত থেকে দৌড় শুরু করেন সের্তো। মুম্বই সিটি এফসির এক ডিফেন্ডার তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে তিনি সফল হননি। সের্তোর নেওয়া শট গোলরক্ষক আটকানোর চেষ্টা করলেও বল হাতে লেগে অতিক্রম করে গোললাইন। ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট।

১২ মিনিটের মাথায় বাগানের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন সের্তো। মুম্বই সিটি এফসির ভঙ্গুর ডিফেন্সের ফাক গলে এবারেও সেই ডান দিক থেকে গোল করেন তিনি। বিরতির বাঁশি বাজার ঠিক আগে মুম্বই সিটি এফসি সেট পিস থেকে একটি গোল শোধ করেছিল। বিরতির পর কোনও দলই আর গোল করতে পারেনি। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে ২-১ গোলে শেষ হয় ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন