Mohun Bagan: ম্যাচের সেরাদের পুরষ্কৃত করার ভাবনা সবুজ-মেরুনের

কলকাতার তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান (Mohun Bagan) ও মহামেডানের পাশাপাশি ময়দানের অন্যান্য ম্যাচ গুলি দেখার ক্ষেত্রে ও যথেষ্ট আগ্ৰহ দেখা দিয়েছে সকলের মধ্যে।

Joy Mohun Bagan

গত কয়েকদিন আগেই ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগ। যা নিয়ে শহরের ফুটবলপ্রেমী মানুষদের উন্মাদনা ও দেখা দিয়েছে প্রবলভাবে। কলকাতার তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান (Mohun Bagan) ও মহামেডানের পাশাপাশি ময়দানের অন্যান্য ম্যাচ গুলি দেখার ক্ষেত্রে ও যথেষ্ট আগ্ৰহ দেখা দিয়েছে সকলের মধ্যে।

তাছাড়া একটি বিদেশি অনলাইন সাইটের মাধ্যমে ও দেখা যাচ্ছে সমস্ত ম্যাচে। যেখানে বিশেষ সিজেন পাশের মাধ্যমে দেখা যাবে সমস্ত ম্যাচগুলো। তবে কিছু কিছু জিনিস নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। এবার সেই বিতর্ক কিংবা লজ্জা দূর করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিল মোহনবাগান। কিন্তু কিসের জন্য দেখা দিল এমন পরিস্থিতি?

আসলে এমন ঐতিহ্যপূর্ণ ফুটবল টুর্নামেন্টে ম্যাচের সেরা ফুটবলারকে প্রদান করা হয়ে থাকে মাত্র দুই হাজার টাকা! হ্যাঁ একেবারেই ঠিক শুনেছেন। এখনো পর্যন্ত প্রতিটি ম্যাচের সেরা ফুটবলারকে দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা। যা দেখে রীতিমতো হতবাক হয়েছেন সকলে। সেই লজ্জার থেকে কলকাতা ফুটবলের মান রক্ষার ক্ষেত্রে এবার বিশেষ উদ্যোগ নিল মোহনবাগান সুপারজায়ান্টস। আলাদা করে ম্যাচের সেরাদের পুরষ্কৃত করার কথা ভাবা হয়েছে তাদের তরফে।

মূলত, আইএফএ’র পাশাপাশি নিজেদের ম্যাচের সেরা ফুটবলারকে আলাদা করে সম্মানিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে তাদের তরফে। এক্ষেত্রে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে প্রাপ্ত দুই হাজার টাকার পাশাপাশি নিজেদের উদ্যোগে খেলোয়াড়দের আরও দশ হাজার টাকা হাতে তুলে দেওয়ার কথা ভাবা হয়েছে। যা নিঃসন্দেহে বিরাট বড় উদ্যোগ। তবে গোটা বিষয়টি এখনো পর্যন্ত পরিকল্পনার ভিত্তিতে রয়েছে।

এই নিয়ে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব কর্মসমিতির বৈঠক ডেকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি। আমার একার পক্ষে তো কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমাদের বৈঠক থেকে সিদ্ধান্ত আসলে, অবশ্যই আমরা পদক্ষেপ নেবো।