Mohun Bagan: আরো এক ট্রফি জয়ের দোরগোড়ায় মোহনবাগান

ফাইনালে চলে গেল মোহনবাগান (Mohun Bagan)। ক্রিকেট মাঠে খেতাব জয়ের হাতছানি। শনিবার জেসি মুখার্জি ট্রফির সেমিফাইনালে জয় লাভ করেছে মোহনবাগান। কাস্টমসকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে…

mohun-bagan-into-j-c-mukherjee-trophy-final

ফাইনালে চলে গেল মোহনবাগান (Mohun Bagan)। ক্রিকেট মাঠে খেতাব জয়ের হাতছানি। শনিবার জেসি মুখার্জি ট্রফির সেমিফাইনালে জয় লাভ করেছে মোহনবাগান। কাস্টমসকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।

জেসি মুখার্জি ট্রফির সেমিফাইনালে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল মোহনবাগান। বাগানকে কড়া টক্কর দিয়েছিল ক্যালকাটা কাস্টমস ক্লাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ১৮৪ রান তুলেছিল কাস্টমস। দলের হয়ে সর্বোচ্চ সমীক কর্মকার খেলেছেন ৯৪ রানের ইনিংস। মোহনবাগান ব্যাট করতে নেমেছিল দ্বিতীয় ইনিংসে। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত ছিল টানটান রোমাঞ্চ।

   

Mohun Bagan: চল্লিশ বছর বয়সেও গোল করে চলেছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

লক্ষ্য মাত্রায় পৌঁছাতে গিয়ে ৫ উইকেট হারিয়েছিল মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে হয় ম্যাচের নিষ্পত্তি। সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে পরাজিত কাস্টমস। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় বাগান। এদিনের ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন শুভঙ্কর বল (অপরাজিত ৪৯ রান)। সুদীপ কুমার ঘরামি করেছেন ৩৯ রান। কাস্টমসের হয়ে জোড়া উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন অভিষেক তামাং।

East Bengal: ট্রানস্ফার ফি দিয়েই ফুটবলার আনতে পারে ইস্টবেঙ্গল

২০২৩-২৪ মরসুম মোহনবাগান সমর্থকদের জন্য এসেছে একের পর এক সুসংবাদ। ফুটবলে সাফল্য এসেছে আগেই। এবার ক্রিকেট মাঠেও খেতাব জয়ের হাতছানি। চলতি মরসুমে ফুটবল মাঠ থেকে সবুজ মেরুন তাঁবুতে এসেছে ডুরান্ড কাপ , লিগ শিল্ড। ফর্ম ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে বাইশ গজ থেকে তাঁবুতে চলে আসতে পারে জেসি মুখার্জি ট্রফি।