Mohun Bagan: ডার্বির আগে কঠোর অনুশীলন সবুজ-মেরুনের, জয়ে ফেরাই লক্ষ্য

    কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এখন সেদিকেই…

Mohun Bagan

short-samachar

   

কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এখন সেদিকেই নজর সকলের। উল্লেখ্য, চলতি আইএসএলের প্রথম লেগে শুরুটা যথেষ্ট ভালো করেছিল মোহনবাগান। কিন্তু সময় যত এগিয়েছে ততই ছন্দ হারিয়েছে এই প্রধান। তারা তিন ম্যাচ হেরে নয়া রেকর্ড করেছে এই দল। যা কিছুতেই ভালোভাবে নেয়নি বাগান ম্যানেজমেন্ট।

ক্ষোভের সুর শোনা যেতে থাকে দর্শকদের মধ্যেও। তাই সব দিক বিচার বিবেচনা করেই বাগানের তৎকালীন কোচ হুয়ান ফেরেন্দোকে ছাঁটাই করে ফেলে সুপারজায়ান্টস ম্যানেজমেন্ট। তার বদলে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে।

বলতে গেলে এই চলতি মরশুমের বাকি ম্যাচগুলি, হাবাসের তত্ত্বাবধানে খেলবে মোহনবাগান। রেকর্ড অনুযায়ী, আইএসএলে যথেষ্ট সফল এই স্প্যানিশ হাইপ্রোফাইল। তাই সবদিক বিচার বিবেচনা করেই তাকে দায়িত্ব দেওয়া হয়। বলা যায় নতুন কোচ না আসা পর্যন্ত সমস্ত দায়িত্ব এখন হাবাসের। সেই মতো, এবারের দ্বিতীয় লেককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি।

তার উপরে প্রথম ম্যাচেই ডার্বি। নিজেদের ছন্দ ফেরাতে ডার্বি জিততে চায় মোহনবাগান। সেইমতো হাবাসের তত্ত্বাবধানে কঠোর অনুশীলন চালাচ্ছে গোটা দল। বিদেশি ফুটবলারদের থেকে শুরু করে দেশীয় ফুটবলারদেরও ঘাম ঝরাতে দেখা যায় সমান ভাবে। যেকোনো মূল্যেই এই ডার্বি জিততে চাইছে মোহনবাগান তা কিন্তু পরিষ্কার।

এছাড়াও ঐচ্ছিক অনুশীলন করানো হয় দলকে। কিয়ান নাসিরি থেকে শুরু করে রাজ বাঁশফোর হোক কিংবা রবি রানা। সকলেই অনুশীলন করছেন কোচের অধীনে। এছাড়াও বিদেশি ফুটবলারদের মধ্যে মরোক্কান তারকা হুগো বুমোস থেকে জেসন কামিন্স সকলেই। উল্লেখ্য, গত সুপার কাপের ডার্বিতে একেবারে নাস্তানাবুদ হতে হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। তার বদলা নিতেই এবার মরিয়া দলের ফুটবলাররা।