ISL: এবার প্রতিপক্ষ ওডিশা, বদলার লড়াই মোহনবাগানের

আইএসএলের (ISL) প্লে-অফের লড়াইয়ে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নিয়েছে ওডিশা (Odisha FC)। নিজেদের ঘরের মাঠে পিছিয়ে থেকেও জয় সুনিশ্চিত করেছে দিয়াগো মরিসিওরা। সেই…

Mohun Bagan Odisha FC

আইএসএলের (ISL) প্লে-অফের লড়াইয়ে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নিয়েছে ওডিশা (Odisha FC)। নিজেদের ঘরের মাঠে পিছিয়ে থেকেও জয় সুনিশ্চিত করেছে দিয়াগো মরিসিওরা। সেই সুবাদে এবার সেমিফাইনালে উঠে এসেছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। এবার তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে গতবারের খেতাব জয়ী ফুটবল ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস।

গত কয়েকদিন আগেই শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্সরা। এবার খেতাব জয়ের লড়াই তাদের কাছে। স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই যে খেলতে নামবে ময়দানের এই প্রধান তা নিশ্চিত।

অন্যদিকে, সুপার কাপ ফাইনালের হতাশা ভুলে এবার আইএসএল জয় করাই একমাত্র লক্ষ্য সার্জিও লোবেরার। সেইমতো নিজেদের শক্তিশালী একাদশ নামিয়ে প্রথম একাদশে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে অমরিন্দর সিংদের। তবে বদলা নেওয়ার পরিকল্পনা থাকবে সবুজ-মেরুনদের। উল্লেখ্য, এবারের এই এএফসি কাপে বিরাট বড় ব্যবধানে মোহনবাগান দলকে পরাজিত করেছিল ওডিশা। যারফলে, এই আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে দুই দলের সাক্ষাৎ ঘটলেও অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছে খেলা।

তবে এবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। যেখানে দাঁতে দাঁত চেপে লড়াই করবে দুই শিবির। সেই দিকেই তাকিয়ে এখন সকলে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম লেগে ব্রান্ডন হ্যামিলের মতো দাপুটে ফুটবলারকে পাবে না বাগান ব্রিগেড।