ভবানীপুরের বিপক্ষে খেলতে নামছে মোহনবাগান, জানুন কবে?

নয়া ফুটবল মরশুমে একে একে সকলকে টেক্কা দিয়েছে মহামেডান দল। তাদের দাপটের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি…

Mohun Bagan, Bhawanipore FC

নয়া ফুটবল মরশুমে একে একে সকলকে টেক্কা দিয়েছে মহামেডান দল। তাদের দাপটের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। যারফলে, এই নিয়ে টানা তিনবার প্রিমিয়ার ডিভিশন লিগ জয় করেছে এই সাদা-কালো ব্রিগেড।

কিন্তু গোটা টুর্নামেন্ট শেষ না হওয়ার দরুণ এখনো পর্যন্ত ট্রফি হাতে পায়নি মহামেডান। বহুদিন আগে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে গেলেও এখনো পর্যন্ত বাকি থেকে গিয়েছিল সুপার সিক্সের বেশকিছু ম্যাচ। যার মধ্যে রয়েছে মোহন – ইস্ট ডার্বি থেকে শুরু করে ভবানীপুর, ডায়মন্ডহারবার ও খিদিরপুর ক্লাবের একাধিক ম্যাচ। তবে অক্টোবরের শেষের দিক থেকেই বাকি ম্যাচ গুলি খেলানোর কথা শোনা গিয়েছিল আইএফএ’র তরফ থেকে। সেইমতো গত কয়েকদিন আগে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির মুখোমুখি হয় ইমামি ইস্টবেঙ্গল দল। বড় ব্যবধানে জয়ও আসে তাদের।

আসলে, আইলিগের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের মতো প্রথম ডিভিশনের টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার দরুন পিছিয়ে দেওয়া হয়েছিল সমস্ত খেলা। পাশাপাশি, বহু আগে থেকেই রেলিগেশন রাউন্ডের ম্যাচ শুরু হয়ে যাওয়ার ফলে এই টুর্নামেন্ট শেষ করা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে গত কয়েকদিন আগেই কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির বিপক্ষে খেলার কথা শোনা গিয়েছিল মোহনবাগানের। তবে পরবর্তীতে নিরাপত্তাজনিত কারন দেখিয়ে বাতিল করা হয় সেই ম্যাচ। যদিও নিরাপত্তার পাশাপাশি আইএসএল ম্যাচের কথাও উল্লেখ করা হয় তাদের তরফ থেকে। যা নিয়ে হতাশ ছিল দলের সমর্থকরা।

Advertisements

তবে এবার কলকাতা লিগের ম্যাচে ভবানীপুর ফুটবল ক্লাবের মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। আগামী ১০ ই নভেম্বর মুখোমুখি হবে দুই দল। সেদিন দুপুর দুটো বেজে তিরিশ মিনিট থেকে নৈহাটিতে শুরু হবে এই ফুটবল ম্যাচ।