AFC Cup: জিতে গ্রুপ শীর্ষে যাওয়াই একমাত্র উদ্দেশ্য বাগান অধিনায়কের

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ সন্ধ্যায় এএফসি কাপের (AFC Cup) ম্যাচ খেলতে বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। পূর্বে এএফসি…

Shubashis Bose

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ সন্ধ্যায় এএফসি কাপের (AFC Cup) ম্যাচ খেলতে বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। পূর্বে এএফসি কাপের প্রথম লেগে ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে এগিয়ে থেকে ও ম্যাচ ড্র করতে হয় ময়দানের এই প্রধানকে। যা নিয়ে প্রচন্ড হতাশ ছিলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

পাশাপাশি হতাশা দেখা দিয়েছিল আপামর সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। তবে আজ নিজেদের সমস্ত ভুল শুধরে নিয়ে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করাই একমাত্র লক্ষ্য মেরিনার্সদের। তবে নিজেদের ঘরের মাঠে অর্থাৎ বসুন্ধরা দল যে ব্যাপক শক্তিশালী হয়ে উঠবে সেটা ভালো মতোই বুঝতে পারছেন বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। তাই সবদিক বজায় রেখেই যুদ্ধের ঘুঁটি সাজাচ্ছেন স্প্যানিশ কোচ।

বাংলাদেশী সময় অনুসারে আজ সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ মুখোমুখি হচ্ছে দুই দেশের এই দুই শক্তিশালী দল। উল্লেখ্য, গত বছর যেমন সুনীল ছেত্রীর শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ জিতেছিল এটিকে মোহনবাগান দল। অন্যদিকে, বাংলাদেশের সেরা হয়ে উঠে এসেছিল বসুন্ধরা কিংস ফুটবল দল। তাই এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে।

একদিকে যেমন মরোক্কোন তারকা হুগো বুমোস রয়েছেন সবুজ-মেরুনে, ঠিক তেমনভাবেই বসুন্ধরা দলে রয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার রবিনহো। আজ এই দুই তারকার উপরেই নজর থাকবে দুই দেশের ফুটবলপ্রেমী মানুষদের। এছাড়াও সবুজ-মেরুনে রয়েছেন অজি বিশ্বকাপের জেসন কামিন্স। পাশাপাশি রয়েছেন আলবেনিয়ান তারকা আর্মান্ড সাদিকু্। তাদের পায়ের দিকে ও নজর রাখবে সকলের।

পরিসংখ্যান বলছে, আজকের এই ম্যাচ জিতলেই নিজেদের গ্রুপ লিগ টেবিলের শীর্ষে উঠে যাবে মেরিনার্সরা। তবে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও খুব একটা সমস্যা হবে না কলকাতার এই প্রধানের। তবে আজকের এই ম্যাচ জিতেই দেশে ফিরতে চায় গোটা দল। তেমনটাই ইঙ্গিত দিলেন বাগান অধিনায়ক শুভাশিস বসু।