শনিবার ফের প্রস্তুতি ম্যাচে নামছে সবুজ-মেরুন, প্রতিপক্ষ কারা?

সপ্তাহ কয়েক আগেই ঘোষণা হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের দিনক্ষণ। সেই অনুযায়ী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। সেইমতো নিজেদের প্রস্তুতি শুরু করেছে…

mohun-bagan-sg-training-update-before-isl-season

সপ্তাহ কয়েক আগেই ঘোষণা হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের দিনক্ষণ। সেই অনুযায়ী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। সেইমতো নিজেদের প্রস্তুতি শুরু করেছে একাধিক ফুটবল ক্লাব। তবে এক্ষেত্রে বাকিদের তুলনায় প্রথম থেকেই সকলের নজর কাড়ছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। বড়দিন ও বর্ষবরণের ছুটি কাটানোর পর নতুন বছরের তৃতীয় দিন থেকেই অনুশীলন শুরু করেছে ময়দানের এই প্রধান। যেখানে প্রথম থেকেই ফুরফুরে মেজাজে দেখা‌ গিয়েছিল দলের সকল ফুটবলারদের। এক কথায় যা ইতিবাচক সকলের কাছেই। পরবর্তীতে সার্জিও লোবেরার তত্ত্বাবধানে নিজেদের পুরনো ছন্দ ফিরে পেতে শুরু করে মেরিনার্সরা।

Advertisements

সেক্ষেত্রে অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের দিকে ও যথেষ্ট গুরুত্ব দেন কোচ। গত কয়েকদিন আগে সেইমতো নিজেদের রিজার্ভ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিল লোবেরার ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে বড় ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল কামিন্সরা। এমনকি প্রস্তুতি ম্যাচে জোড়া গোল পেয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। যেটা নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। আসন্ন আইএসএলের আগে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সকলকে। তবে সেখানেই শেষ নয়। দিনকয়েক আগেই বিধাননগর মিউনিসিপ্যাল গ্ৰাউন্ডে দ্বিতীয় ম্যাচে নেমেছিল দল।‌

   

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। সম্পূর্ণ সময়ের শেষে প্রায় সাত গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল মেরিনার্সরা। বলাবাহুল্য, অনুশীলন ম্যাচ গুলিতে এবার নিয়মিত গোল পাচ্ছেন দিমি পেত্রাতোস। বলতে গেলে নিজের পুরনো ছন্দ বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য এই অজি ফুটবলারের। তাছাড়াও খুব একটা পিছিয়ে নেই দলের অন্যান্য ফুটবলাররা। এসবের মাঝেই এবার ফের অনুশীলন ম্যাচে নামছে সার্জিও লোবেরার ছেলেরা। হ্যাঁ ঠিকই শুনেছেন, আগামী ২৪শে জানুয়ারি অর্থাৎ শনিবার ফের প্রাকটিস ম্যাচ খেলতে নামছে বাগান ব্রিগেড।

যেখানে এবার তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইয়ং ইউনাইটেড এফসি। উল্লেখ্য, এবারে আয়োজিত ভদ্রেশ্বর গোল্ড কাপে ও অংশ নিয়েছিল এই দল। এবার মোহনবাগানের মত দেশের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামছে ইয়ং ইউনাইটেডের ফুটবলাররা‌।

Advertisements