HomeSports Newsএক সময়কার 'বেস্ট ফুটবলার', সেই দেবদাস এখন কোথায়?

এক সময়কার ‘বেস্ট ফুটবলার’, সেই দেবদাস এখন কোথায়?

- Advertisement -

সেই দিনগুলোর কথা ভাবলে এখনও আবেগপ্রবণ হয়ে পড়েন মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা। ২০১২-১৩ মরসুমে সবুজ মেরুন শিবিরে এক ঝাঁক নতুন ফুটবলার। দলে ছিলেন টোলগে ওজবে, গোলে অরিন্দম ভট্টাচার্য। ২০১২ সালে তৎকালীন ক্লাব চিরাজ উইনাইটেড থেকে মোহনবাগানে এসেছিলেন ডেনসন দেবদাস (Denson Devadas) নামের এ উঠতি ফুটবলার। এগারো বছর পর বাংলাকে সন্তোষ ট্রফি জেতানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। সন্তোষ ট্রফির ফাইনালে করেছিলেন জোড়া গোল।

   

আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,হাজার জনকে নোটিশ পাঠিয়ে তলব লালবাজারে

সময়ের সঙ্গে কেরালার এই ফুটবলার হয়ে উঠেছিলেন মোহনবাগানের মাঝমাঠের অন্যতম নির্ভযোগ্য ফুটবলার। দু’দফায় সবুজ মেরুন জার্সি পরে খেলেছিলেন ডেনসন। প্রথমবার ২০১২-১৪, পরে ২০১৫ সালে। ভিভা কেরালা থেকে উঠে আসা এই মিডফিল্ডার খেলেছিলেন ভারতের একাধিক নামকরা ক্লাবের হয়ে।

মোহনবাগান ছাড়া খেলেছিলেন চেন্নাইয়িন, গোয়া, স্পোর্টিং গোয়া, দিল্লি ডায়নামোস, চেন্নাই সিটি এফসির হয়ে। কলকাতার একাধিক ক্লাবের হয়েও মাঠে নেমেছিলেন ডেনসন। ভবানীপুর, জর্জ টেলিগ্রাফের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০১৩ সালে সেরা ফুটবলার হিসেবে মনোনীত হয়ে পেয়েছিলেন করুণা শঙ্কর ভট্টাচার্য স্মৃতি পুরস্কার।

‘ভারতের সঙ্গে ১০ বছরের হিসেবে…’, লায়নের হুঙ্কার

সেই ডেনসন এখন কোথায়? ডেনসনের বয়স এখন ৪১। শেষ হয়েছে পেশাদার ফুটবল কেরিয়ার। শুরু করেছেন চাকরি জীবন। কাজ করছেন ‘ইনকাম ট্যাক্স ইন্ডিয়া’র অফিসে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular