অবসর নিচ্ছেন ড্যারিল ডাফি, কী বললেন বাগানের এই প্রাক্তনী?

যুগের পর যুগ ধরে বহু বিদেশি ফুটবলারকে আপন করে নিয়েছে কলকাতা ময়দান (Kolkata)। এক্ষেত্রে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে কলকাতা ময়দানের তিন প্রধান। ইস্টবেঙ্গল…

Mohun Bagan SG League Leaders

যুগের পর যুগ ধরে বহু বিদেশি ফুটবলারকে আপন করে নিয়েছে কলকাতা ময়দান (Kolkata)। এক্ষেত্রে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে কলকাতা ময়দানের তিন প্রধান। ইস্টবেঙ্গল (East Bengal FC), মোহনবাগান (Mohun Bagan) এবং মহামেডান (Mohammedan)। সুদূর অতীত থেকে এখনও পর্যন্ত ময়দানের বুকে খেলে গিয়েছেন অগনিত ভিনদেশী তারকা। কিন্তু তাঁদের মধ্যে খুব সংখ্যক ফুটবলারকেই আপন করেছে ভারতীয় ফুটবলের মক্কা তথা কলকাতা। যাদের অনেকেই হয়তো চূড়ান্ত সাফল্য পাননি নিজেদের দলের জার্সিতে। কিন্তু তাঁদের চোখ ধাঁধানো পারফরম্যান্স আজ ও থেকে গিয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের মনের মণিকোঠায়।

শীর্ষ স্থান বজায় রাখাই লক্ষ্য বাগানের, ম্যাচ জিততে মরিয়া হায়দরাবাদ

   

তাঁদের মধ্যেই একজন ড্যারিল ডাফি। বলাবাহুল্য, হোসে রামিরেজ ব্যারেটো থেকে শুরু করে ওডাফা ওকোলি এবং সনি নর্দের পর অধিকাংশ ক্ষেত্রেই সবুজ-মেরুন সমর্থকদের প্রিয় ফুটবলার হিসেবে উঠে আসে ড্যারিল ডাফির (Darryl Duffy) নাম। গত ২০১৩ সালে গোয়ার সালগাওকর দলের হয়ে প্রথমবারের মতো ভারতে খেলতে এসেছিলেন এই স্কটিশ ফুটবলার। পরবর্তীতে গোয়া ছেড়ে যোগদান করেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগানে। সবুজ-মেরুন জার্সিতে চুটিয়ে খেলেছেন ২০১৬-২০১৭ ফুটবল মরসুম। শুরুটা খুব একটা আহামরি না হলেও সময় এগোনোর সাথেই নিজের জাত চেনাতে থাকেন এই স্কটিশ ফরোয়ার্ড।

চোটের কারণে ছিটকে গেলেন তারকা পেসার, সিডনি টেস্টে অধিনায়ক বিরাট? রইল ভারতের সম্ভাব্য একাদশ

ঘরোয়া লিগের পর সেবার আইলিগের মতো ফুটবল টুর্নামেন্টে করেছিলেন মোট ৮টি গোল। সেবার গোলদাতা হিসেবে পড়শী ক্লাবের ফুটবলার উইলিশ প্লাজা এগিয়ে থাকলেও খেতাব জয়ের প্রধান দাবিদার ছিল মোহনবাগান। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। সকলকে চমকে দিয়ে এক পয়েন্টের ব্যবধানে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল আইজল এফসি। যা কিছুটা হতাশ করেছিল মোহন জনতাকে। কিন্তু ডাফির পারফরম্যান্স মন জয় করেছিল সহজেই। কিন্তু এবার অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন এই দাপুটে ফুটবলার। বুধবার সন্ধ্যায় নিজের সোশ্যাল সাইট থেকেই সেই কথা স্পষ্ট করেন বাগানের এই প্রাক্তনী।

হায়দরাবাদ ম্যাচের আগে অনুশীলনে অনুপস্থিত মনবীর, রিহ্যাব সারলেন তিন তারকা

তিনি লেখেন, ” রেঞ্জার্সের সাথে শুরু হওয়া একটি অবিশ্বাস্য যাত্রার পরে আমি বিভিন্ন ক্লাবে খেলেছি। তবে লর্গস থিসলের সাথে আমার ফাইনাল ম্যাচের পরে আমি আমার বুট তুলে রাখছি। আমার পাশে থাকার জন্য সকলের কাছে অশেষ কৃতজ্ঞতা বোধ করছি। আমি যা অর্জন করেছি তাঁর জন্য আমি গর্বিত। যেহেতু আমি আনুষ্ঠানিকভাবে খেলা থেকে অবসর নিয়েছি, আমি এখন আমার জীবনের পরবর্তী অধ্যায়ে একশো শতাংশ নজর দেব। কোচিং, স্কাউটিং, পন্ডিট্রি বা অন্য যেকোন ভূমিকা যা আমাকে আমার পছন্দের খেলায় অবদান রাখতে সাহায্য করে- যেকোন ভূমিকায় আমি জড়িত থাকতে রাজি। এখান নতুন সূচনা, নতুন চ্যালেঞ্জ এবং রোমাঞ্চকর ২০২৫ সাল সামনে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।”