Mohun Bagan: কপাল পুড়ল মোহনবাগানের প্রাক্তন কোচের

মোহনবাগানে (Mohun Bagan) এনেছিলেন বসন্ত। শতাব্দী প্রাচীন ক্লাব তাঁবুতে ফিরিয়ে এনেছিলেন সোনালী দিন। কালের নিয়মে সে সব এখন অতীত। সুখের সময় ফেলে এসেছেন কিবু ভিকুনা (Kibu Vicuna)। কপাল পুড়েছে তাঁর। 

জানা গিয়েছে পোল্যান্ডের ক্লাব ŁKS Łódź থেকে চাকরি গিয়েছে ভিকুনার। কোচ হিসেবে তাঁর পারফরম্যান্স আশাপ্রদ নয়। পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালের ২১ জুন পোল্যান্ডের এই ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন বাগানের প্রাক্তন কোচ। সম্প্রতি চাকরি হারিয়েছেন সেখান থেকে। তাঁর কোচিংয়ে মোট ২৩ টি ম্যাচ খেলেছে ŁKS Łódź । জয় এসেছে ৮টি ম্যাচে। অমীমাংসিত সমসংখ্যক ম্যাচে। পরাজয় সাত ম্যাচে। কিবু ভিকুনার আমলে পোলিশ ক্লাবের জয় শতকরা ৩৪.৭৮ শতাংশ। 

   
Mohun Bagan
কিবু ভিকুনার তখন সুখের সময়।

মোহন বাগান তাঁকে দায়িত্ব দিয়েছিল ২০১৯ সালের পয়লা জুন। একুশটি ম্যাচ খেলিয়েছিলেন তিনি। যার মধ্যে ষোলটিতে জয়। ড্র এবং পরাজয় যথাক্রমে তিনটি ও দু’টি ম্যাচে। 

কেরালা ব্লাস্টার্সের হয়ে দায়িত্বে ছিলেন ২২ এপ্রিল ২০২০ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত। আঠারো ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচে পেয়েছিলেন জয়ের স্বাদ। শতকরা হিসেবে জয় মাত্র ১৬.৬৭ শতাংশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন