হাতে আর একটা ম্যাচ। সেই ম্যাচে জয় পেলেই এবারের ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড পকেটে পুড়ে ফেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। গত ফুটবল মরশুমে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ জয় করলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল টুর্নামেন্টের লিগশিল্ড।
তাই এবার নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে এই খেতাব জয়ের দিকেই বাড়তি নজর রয়েছে সকলের। তবে এবার তাদের লড়াই করতে হবে এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসির বিপক্ষে। গত মরশুমের মতো এবারও এই খেতাব জয়ের অন্যতম দাবিদার এই ফুটবল দল।
বলতে গেলে নিজেদের পুরোনো ট্রেন্ড বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য পেট্রো ক্র্যাটকির ছেলেদের। তবে এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী বাগান দলের দাপুটে ফুটবলার জনি কাউকো। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই মরশুমে আমাদের দল যথেষ্ট ছন্দে রয়েছে। বিশেষ করে হাবাসের দায়িত্বে আসার পর থেকেই যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখা দিয়েছে।
যারফলে, আমরা এবারের আইএসএলের প্লে-অফ অনেক আগেই নিশ্চিত করেছি। তবে আগামীকাল মুম্বাই সিটির বিরুদ্ধে ম্যাচ। সকলেই এই ম্যাচের জন্য প্রস্তুত। আমরা হাবাসের জন্যই এই ম্যাচটি জিততে চাই।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক ম্যাচ ধরেই দলের সঙ্গে উপস্থিত থাকতে পারেননি বাগান হেডস্যার। তার প্রভাব দেখা গিয়েছিল গত চেন্নাইন ম্যাচে। এগিয়ে থেকেও পরাজিত হতে হয়েছিল মেরিনার্সদের। তবে গতকাল থেকেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। যারফলে, আগামীকাল ঘরের মাঠে মুম্বাইয়ের বিপক্ষে ডাগ আউটে উপস্থিত থাকা নিশ্চিত অ্যান্তোনিও লোপেজ হাবাসের। এবারের এই জয় তাকেই উৎসর্গ করতে চায় বাগান দলের ফুটবলার।