HomeSports Newsদেশে ফিরছেন জেমি ম্যাকলারেন? ব্যাপক সম্ভাবনা

দেশে ফিরছেন জেমি ম্যাকলারেন? ব্যাপক সম্ভাবনা

- Advertisement -

নতুন ফুটবল মরসুমের কথা মাথায় রেখে এবার জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) সই করিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যা নিঃসন্দেহে বড়সড় চমক। গত সিজনে অস্ট্রেলিয়ার লিগ চ্যাম্পিয়ন দল মেলবোর্ন সিটির জার্সিতে খেলেছিলেন ম্যাকলারেন। টানা পাঁচবার সোনার বুট জয় করেছিলেন তিনি। এমনকি লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ও নির্বাচিত হয়েছিলেন এই তারকা ফুটবলার। সবদিক মাথায় রেখেই তাঁকে দলে টানে সবুজ-মেরুন।

   

সেইমতো গত মাসের শেষের দিকেই শহরে এসে গিয়েছেন তিনি। পরবর্তীতে বাগান অনুশীলনে যোগদান ও করতে দেখা যায় এই তারকাকে‌। যেখানে ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি অন্যান্য বেশকিছু ক্ষেত্রে সক্রিয়তা দেখান এই অজি তারকা। কিন্তু বল পায়ে এখনও দলের সঙ্গে স্বমহিমায় ফেরেননি এই গোলমেশিন। আসলে তাঁর চোটের সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে। পূর্বে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল জেমি ম্যাকলারেনকে।

কিন্তু পরবর্তী ক্ষেত্রে চোটের পরিস্থিতি বুঝতে সপ্তাহ কয়েক আগেই মুম্বাই পাঠানো হয়েছিল তাঁকে। সেখান থেকে ফিরে এখনও পর্যন্ত দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে নামেননি এই তারকা। যারফলে এবারের ডুরান্ড কাপে গোল তুলে নেওয়ার ক্ষেত্রে জেসন কামিন্স এবং গ্ৰেগ স্টুয়ার্টের‌ মতো ফুটবলারদের উপরেই বাড়তি ভরসা করতে হচ্ছে বাগান কোচকে। যা নিয়ে কিছুটা হলেও হতাশ ম্যানেজমেন্ট।

এই পরিস্থিতিতে উঠে আসলো এক নয়া তথ্য। জানা গিয়েছে, নিজের চিকিৎসা করানোর জন্য শীঘ্রই অস্ট্রেলিয়া যেতে চলেছেন জেমি ম্যাকলারেন। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে মাঝামাঝি সময় দেশে ফিরে বাগানের অনুশীলনে যোগ দিতে দেখা যাবে এই তারকাকে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular